Friday, November 7, 2025

প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসে শুভমন গিল (Shubman Gill) এবং কেএল রাহুলের (KL Rahul) লড়াই শুরু। তাদের চওড়া ব্যাটে ভর করেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ১৭৪। ইংল্যান্ডের থেকে এখনও অবশ্য ১৩৭ রান পিছিয়ে রয়েছে ভারতীয় দল। ক্রিজে গিল (Shubman Gill) অপরাজিত ৭৮ রানে, সঙ্গে কেএল রাহুল দাঁড়িয়ে ৮৭ রানে। সবকিছু ঠিকঠাক চললে ম্যাচ যে ড্রয়ের পথে তা বলাই যায়।

ভারতের বিরুদ্ধে এদিন রানের পাহাড় গড়ে তুলেছিল ইংল্যান্ড। জো রুটের (Joe Root) ১৫০ রানের ইনিংস তো রয়েছেই। চতুর্থ দিন প্রায় দুই বছরের খরা কাটিয়ে সেঞ্চুরি ইনিংস খেলেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ইংল্যান্ড থামে ৬৬৯ রানে। ভারতের সামনে তাদের লিড ছিল ৩১১ রানের।

হাতে মাত্র দেড় দিন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন একটা ভালো পার্টনারশিপের। কিন্তু শুরুতেই ধাক্কা। শূন্য রানের মধ্যেই দুই উইকেট খোয়ায় ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও সাই সূদর্শন (Sai Sudarshan) ফিরে যান শূন্য রানেই। শুরু থেকেই চাপে পড়ে গিয়েছিল ভারত।

সেই জায়গা থেকেই লড়াই শুরু কেএল রাহুল এবং অধিনায়ক শুভমন গিলের (Shubman Gill)। পরিস্থিতিতে সামাল দেওয়ার পাশাপাশি ধীরে ধীরে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু করেন তারা। এরপর আর ভারতের একটিও উইকেট তুলতে পারেননি ব্রিটিশ বোলাররা। দিনের শেষে ১৭৪ রানের পার্টনারশিপ তৈরি করেছে ফেলেছে গিল ও রাহুল। পঞ্চম দিন এই জায়গা থেকেই শুরু করবেন তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত তাদের প্রতিরোধটা আরও জোরালো করতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...

“জন-গণ-মন” নিয়ে রবি ঠাকুরকে অপমান বিজেপি সাংসদের! ক্ষমা চাওয়ার দাবি কুণালদের

রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান কর্নাটকের বিজেপি (BJP) সাংসদ বিশ্বেশ্বর কাগেরির। এ প্রসঙ্গে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল (TMC)। বিজেপি সাংসদের...
Exit mobile version