Saturday, November 8, 2025

টলিউডে সমন্বয় বাড়াতে উদ্যোগ স্বরূপের, শুরু ইন্দ্রপুরী স্টুডিওর আধুনিকীকরণের কাজ

Date:

কলাকুশলীদের কাজের পরিবেশ আরও উন্নত ও মানবিক করতে বড় পদক্ষেপ নিল টেকনিশিয়ান ফেডারেশন। শনিবার থেকে শুরু হল ইন্দ্রপুরী স্টুডিওর আধুনিকীকরণের কাজ। আগামী ৭০ দিনের মধ্যে ধাপে ধাপে সম্পূর্ণ হবে ক্যান্টিন, শৌচালয় ও শুটিং সরঞ্জাম রাখার গোডাউন নির্মাণ। এই উদ্যোগের পেছনে রয়েছে সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ, প্রোডিউসার ও ফেডারেশনের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক। শনিবার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সরেজমিনে ইন্দ্রপুরী স্টুডিও পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন স্টুডিও কর্ণধার তেজেশ দোশি, প্রযোজক নিশপাল সিং রানে, নীতীশ শর্মা ও নীলাঞ্জনা শর্মা-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজকরা।

ফেডারেশন সভাপতি জানান, “শুটিং ইউনিটের কলাকুশলীদের সুস্থ-সুন্দর কাজের পরিবেশ ফিরিয়ে দিতে আমরা প্রথম থেকেই সচেষ্ট। প্রোডিউসাররাও সহযোগিতা করছেন, আমরা টেকনিশিয়ানদের পক্ষ থেকেও সাধ্যমতো সাহায্য করছি।”

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী—

• ৭ দিনের মধ্যে স্টুডিও সাফাইয়ের কাজ শেষ হবে এবং ফায়ার সার্টিফিকেট জমা দেবে কর্তৃপক্ষ।

• এক মাসের মধ্যে তৈরি হবে নতুন শৌচালয়, যেখানে মহিলাদের জন্য থাকবে পৃথক ব্যবস্থা।

• ২০ দিনের মধ্যে ক্যান্টিন সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হবে।

• ৩০ দিনের মধ্যে স্টুডিও কর্তৃপক্ষ নির্মাণ করবে পৃথক গোডাউন।

এছাড়াও, ফেডারেশন সভাপতির হস্তক্ষেপে ফ্লোরের বাইরের শুটিংয়ের ভাড়া অর্ধেক করা হয়েছে এবং নির্দিষ্ট জোন ছাড়া স্টুডিওর কোথাও ধূমপানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পদক্ষেপে কলাকুশলীদের কাজের পরিবেশে এক নতুন দিগন্তের সূচনা হবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন – ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল সমর্থক, অভিযোগ বিজেপির বিরুদ্ধে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version