জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে চিন্তা ক্রমশই যেন বাড়ছে। তাঁর কী চোট ক্রমশই গুরুতর হচ্ছে। ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ কাইফের মতে বুমরার শারীরিক দক্ষতা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাঁর মতে এই টেস্ট ফর্ম্যাট থেকে অবসরও নাকি নিতে পারেন জসপ্রীত বুমরাহ। মহম্মদ কাইফের (Mohammed Kaif) এমন মন্তব্যের পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। যদিও মর্নি মর্কেল অবশ্য জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পাশেই দাঁড়িয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে শুরুটা বেশ দুরন্তভাবেই করেছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু সময় যত এগিয়েছে ততই যেন পেস কমেছে জসপ্রীত বুমরার ( Jasprit Bumrah)। বিশেষ করে চতুর্থ টেস্টে একেবারেই ফর্মে নেই তিনি। তাঁর বোলিংয়ের পেস নিয়েও চলছে নানান কথাবার্তা। এমনকি চতুর্থ টেস্ট চলাকালীন জসপ্রীত বুমরাকে একবার বোলিংয়ের মাঝে সাঝঘরের দিতেও যেতে দেখা গিয়েছিল।
সেইসঙ্গে তাঁর বলের পেস নিয়েও চলছে হিসাব নিকাশ। এই ম্যাচে বহুবারই বুমরার বলের পেস নেমে গিয়েছে ১৪০-এর নীচে। এমন পরিস্থিতিতেই মহম্মদ কাইফের সেই মন্তব্য। তিনি জানিয়েছেন, “আমার মনে হয় জসপ্রীত বুমরাকে বোধহয় ভবিষ্যতের টেস্ট ম্যাচ গুলোতে দেখা নাও যেতে পারে। তিনি টেস্ট থেকে অবসরও নিয়ে নিতে পারেন। তিনি শারীরিক ভাবে সমস্যায় আছে বলে মনে হচ্ছে। সেইসঙ্গে বোলিংও তেমনভাবে করতে পারছেন না এমনকি বুমরার গতিও দেখা যাচ্ছে না”।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে কোনওরকম চমকই দেখাতে পারেননি জসপ্রীত বুমরাহ। তাঁর ওয়ার্কলোড নিয়ে বেশ কয়েকদিন ধরেই কথাবার্তা চলছে। এবার বুমরার টেস্ট থেকে অবসর নিয়েও উঠে গেল কথা।
–
–
–
–
–
–
–
–
–
–
–