Sunday, November 9, 2025

সাত শিশুর প্রাণের বিনিময়ে! অবশেষে স্কুলে সেফটি অডিট বাধ্যতামূলক কেন্দ্রের

Date:

সরকারি স্কুলের বিল্ডিং ভেঙ্গে দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কি টনক নড়ল কেন্দ্রের? এত শিশু মৃত্যু ও তাদের জীবন নিয়ে ছেলেখেলা করার পর এবার দেশের সব স্কুলের নিরাপত্তা ব্যবস্থা ঘটিয়ে দেখার কথা মনে হয়েছে বিজেপি শাসিত সরকারের। তাই ‘চোর পালালে বুদ্ধি বাড়ে’ প্রবাদের মতোই রাজস্থানের স্কুল দুর্ঘটনার (School building collapsed in Rajasthan) পর দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে পড়ুয়াদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সেফটি অডিটের (Safety Audit) নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় নিরাপত্তা বিধি মেনে পড়ুয়াদের প্রশিক্ষণ, স্কুল কলেজে বাধ্যতামূলক নিরাপত্তা পর্যালোচনা, কাউন্সিলিং, শিশুদের জন্য সুরক্ষা ব্যবস্থা এবং সুযোগ-সুবিধার নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে (Ministry of Education)। এরপরেই বিরোধীরা প্রশ্ন তুলছেন, এতদিন কি মোদি সরকার চোখে ঠুলি পরেছিল? রেল হোক বা স্কুল, মেলা হোক বা ময়দান – একটা করে দুর্ঘটনা ঘটার পর যখন কেন্দ্রের অপদার্থতা প্রকাশ্যে চলে আসবে ঠিক তখনই ড্যামেজ কন্ট্রোলের নামে এই ধরনের পদক্ষেপ করার ঘোষণা করা হয় বলে কটাক্ষ করেছে তারা।

কেন্দ্রের শিক্ষামন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে মূলত চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে সেফটি অডিট করতে হবে। প্রথমত -প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা, দ্বিতীয়ত- পড়ুয়াদের সচেতনতা ও প্রশিক্ষণ, তৃতীয়ত-মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, চতুর্থত – কোন সমস্যা হলে সময়মতো প্রশাসনকে জানানো এবং পঞ্চমত- অভিভাবকের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।গত ২৫ জুলাই রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি স্কুলের একটি অংশ ভেঙে পড়ায় সাত শিশু নিহত এবং ২৮ জন আহত হয়। এই বিষয়টি মাথায় রেখে স্কুল ভবনের পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে শিক্ষামন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে স্কুলে নিরাপত্তা ব্যবস্থা সঠিক রাখতে জাতীয় নিরাপত্তা অনুসারে স্কুল ও শিশু সম্পর্কিত সব ধরনের সমস্যার জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। সুরক্ষা প্রটোকল মেনে পর্যায়ক্রমিক প্রশিক্ষণ অধিবেশন এবং মক ড্রিল পরিচালনার জন্য স্থানীয় কর্তৃপক্ষের (এনডিএমএ, ফায়ার সার্ভিস, পুলিশ এবং চিকিৎসা সংস্থা) সঙ্গে সমন্বয় জোরদার করার কথাও বলা হয়েছে।

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version