Sunday, November 2, 2025

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারবে না ভারত!

Date:

মহসিন নাকভির এশিয়া কাপে (Asia Cup) শুরু হওয়ার তারিখ ঘোষণার পরই , এশিয়া কাপের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। আর সেখানেই আগামী ১৪ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। আর তাতেই এখন জোর চর্চা। ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত খেলা বয়কট করলেও এখানে নাকি ভারতকে খেলতেই হবে। কোন নিয়মের কারণে ভারত নাম তুলতে পারবে না, সেই নিয়েই মুখ খুলেছেন এক বোর্ড (BCCI) কর্তা।

পহেলগাম ঘটনা হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই (BCCI)। এমনকি ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে আর দ্বিপাক্ষিক সিরিজ না খেলার কথাও ঘোষণা হয়ে গিয়েছিল। এরপরই শোনা যাচ্ছিল যে বিসিসিআই(BCCI) নাকি এশিয়া কাপ (Asia Cup) থেকেও নাম তুলে নিতে পারে।

যদিও দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবে ইতিমধ্যেই এশিয়া কাপ হাইব্রিড মডেলে হওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আবার ভারতকেও খেলতে হবে। পাকিস্তান এবং ভারত যদি ফাইনালে ওঠে, তবে নাকি তিনবার তাদের সাক্ষাত হবে এবারের এশিয়া কাপে। অবশেষে বোর্ডের এক কর্তাই জানিয়ে দিয়েছেন খেলার পিছনের আসল কারণ।

এক সর্বভারতীয় সংস্থাকে বোর্ডের সেই কর্তা জানিয়েছেন, “বিসিসিআই এই প্রতিযোগিতা থেকে নাম তুলতে পারবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সর্ব সম্মতিক্রমেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ খাতায় কলমে ভারত আয়োজক দেশ। এর ফলে এই অবস্থায় এসে কোনও কিছুই বদলে ফেলা সম্ভব নয়। কর্ম কর্তারা যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে ফেলেছেন। সেই অনুযায়ীই সূচি তৈরি হয়েছে”।

বাংলাদেশের এসিসির বৈঠকের কথা শুনে বিসিসিআই সেখানে না থাকার কথা জানিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য সেই মনোভাব বদলে ভার্চুয়ালি বোর্ডের এক কর্তা যোগ দিয়েছিলেন সেই বৈঠকে। কয়েকদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসদের প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এই নিয়েই এখন সরগরম ভারতীয় ক্রিকেট মহল।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version