কোনও রাজ্যে শ্রমিকদের বেআইনিভাবে আটকে রাখা। কোথাও কোনও কারণ ছাড়াই পে লোডারে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলা বলার অপরাধে প্রতিদিন বিজেপি পরিকল্পিত আক্রমণের সবথেকে নিকৃষ্ট ছবি উঠে এলো রাজধানী দিল্লি থেকে। বাঙালি পরিবারের সদস্য হওয়ায় অমিত শাহর (Amit Shah) পুলিশের নির্মম অত্যাচার দেড় বছরের শিশুকে। মালদহের পরিবারের উপর অত্য়াচারের প্রতিবাদে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিদেশী বা বাংলাদেশী নাগরিক চিহ্নিত করা যে আদতে বিজেপির অজুহাত, আসলে যে তাদের যাবতীয় রাগ বাঙালিদের উপর এবার স্পষ্ট আমিত শাহর দিল্লি পুলিশের (Delhi Police) আচরণে। বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা বাংলা যেভাবে বিজেপির পক্ষপাতমূলক অত্যাচারের প্রতিবাদে সামিল হয়েছে, তাতে কোণঠাসা বিজেপির পুলিশ এবার রাগ মেটাচ্ছে মহিলা ও শিশুদের মারধর করে। দিল্লির সেই ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, সাংঘাতিক সন্ত্রাস! দেখুন, দিল্লি পুলিশ (Delhi Police) মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কি নিষ্ঠুরভাবে মেরেছে!
আরও পড়ুন: শহরে সক্রিয় জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস পুলিশের: গ্রেফতার ৪, উদ্ধার নগদ টাকা
আক্রান্ত মালদহের শিশু ও তার মায়ের ভিডিও তুলে ধরে বিস্মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, দেখুন, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই! দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে!?
Atrocious!! Terrible!!
See how Delhi police brutally beat up a kid and his mother, members of a migrant family from Malda’s Chanchal.
See how even a child is not spared from the cruelty of violence in the regime of linguistic terror unleashed by BJP in the country against the… pic.twitter.com/IwAXkQwy9V
— Mamata Banerjee (@MamataOfficial) July 27, 2025
–
–
–
–
–
–
–
–
–