Thursday, November 6, 2025

শহরে সক্রিয় জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস পুলিশের: গ্রেফতার ৪, উদ্ধার নগদ টাকা

Date:

শুধুমাত্র মানুষকে প্রতারণা করে অ্যাকাউন্টে টাকা ঢোকানো নয়। এবার সেই কালো টাকা সাদা করতে নতুন পন্থা জামতারা গ্যাংয়ের (Jamtara gang)। তবে কলকাতা পুলিশের সামনে সুবিধা করতে পারেনি প্রতারকরা। তদন্তে নেমে কলকাতা ও জামতারায় অভিযান চালিয়ে চার প্রতারককে গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) গার্ডেনরিচ থানা (Garden Reach police station) ও পোর্ট ডিভিশন পুলিশের তদন্তকারী দল। উদ্ধার হল ৩৯ টি মোবাইল ফোন ও নগদ আড়াই লক্ষ টাকা।

সম্প্রতি কলকাতা পুলিশের গার্ডেনরিচ থানায় (Garden Reach police station) একটি সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়, যেখানে মোবাইল লিঙ্কের মাধ্যমে ১.১৮ লক্ষ টাকা প্রতারণা করা হয়। সেই সূত্র ধরে পোর্ট ডিভিশন পুলিশ একটি স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (SIT) গঠন করে তদন্ত শুরু করে। এই দল কলকাতার গার্ডেনরিচসহ লেকটাউন, এন্টালি এলাকায় তদন্ত চালায়। ঝাড়খণ্ডের জামতারাতে গিয়েও তদন্ত চালানো হয়।

তদন্তে উঠে আসে, এই গ্যাং একটি ভুয়ো বেসরকারি ব্যাঙ্কের ওয়েবসাইট অ্যাড্রেস খোলে। সেখানে সংশ্লিষ্ট ব্যাঙ্কের বিভিন্ন অভিযোগ নেওয়া ও তার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই মতো উপভোক্তারা সমস্যার সমাধানের জন্য ওয়েবসাইটে (website) যোগাযোগ করলে তাদের দেওয়া হত একটি টোল ফ্রি নম্বর। সেই নম্বরে ফোন করলে দেওয়া হত একটি লিঙ্ক (link)। সেই লিঙ্কে ক্লিক করলেই উপভোক্তার অ্যাকাউন্ট থেকে প্রতারকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার হয়ে যেত।

এরপরেও চলত আরেক খেলা। প্রতারিত ব্যক্তিদের থেকে তুলে নেওয়া কালো টাকা সাদা করতে কেনা হত অনলাইনে মোবাইল ফোন। সেগুলি বিক্রি করে নিজেদের মোবাইল ব্যবসার ফাঁদ যুক্ত করেছিল এই জামতারা গ্যাংয়ের (Jamtara gang) সদস্যরা।

আরও পড়ুন: লড়কি বহিন প্রকল্পের টাকা পুরুষ উপভোক্তাদের! হাজার কোটির দুর্নীতি মহারাষ্ট্রে

এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি দলের হদিশ চালানো হবে। এর আগেও জামতারা গ্যাংয়ের চক্র ভাঙতে সাফল্যের নজির রয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের। এবার গ্রেফতার প্রতারকদের থেকে উদ্ধার হয়েছে ৩৯ টি মোবাইল ফোন, যার মধ্যে ব্যবহৃত ও নতুন কেনা ফোনও রয়েছে। বিভিন্ন ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি ও একটি স্কুটার আটক করা হয়েছে।

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version