রাস্তা আটকে দাঁড়িয়ে হাতি, লোধাশুলি রাজ্য সড়ক (Lodhashuli State Highway) জুড়ে একের পর এক দাঁড়িয়ে গেল গাড়ি।ঝাড়গ্রামের (Jhargram ) জিতুশোলে কার্যত ‘দাদাগিরি’ দেখাল রামলাল। জঙ্গল থেকে বেরিয়ে সোজা রাজ্য সড়কে গিয়ে ঘণ্টাখানেকের জন্য সবকিছু অবরুদ্ধ করে দিল আপাত নিরীহ হাতি। বনদফতরের (Forest Department) কর্মীদের কাছে তার পরিচিতি ‘রামলাল’ নামে। হাতি যদিও কারোর কোনও ক্ষতি করেনি কিন্তু রাস্তা থেকে সরেও যেতে চাইনি। তার উপস্থিতির কারণে যেভাবে লোধাশুলি রাজ্য সড়ক জুড়ে যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন ট্রাক ও ছোট বড় গাড়ি দাঁড়িয়ে পরল তাতে যথেষ্ট পরিমাণে যানজট তৈরি হয়।

স্থানীয়রা বলছেন, সম্ভবত খাবারের খোঁজেই এভাবে রাস্তার উপরে গাড়ি আটকায় হাতিটি। তাকে দেখতে ভিড় জমে যায়। আটকে থাকা গাড়ি থেকে অনেকে নেমে এসে আবার ছবিও তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় রামলালকে রাস্তার উপর থেকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানো হয়। পরবর্তীতে বনদফতরের তরফে এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে ফের যদি রামলালের দেখা মেলে তাহলে দ্রুত যেন আধিকারিকদের খবর দেওয়া হয়। পরিস্থিতির দিকে নজর রাখছেন বনদফতরের কর্মীরা।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–