Saturday, December 20, 2025

আজ বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রবি থেকেই ভাষা আন্দোলনে তৃণমূল কংগ্রেস

Date:

Share post:

ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে আজ (২৭ জুলাই) থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) ভাষা আন্দোলন শুরু। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইমতো বীরভূমের মাটি থেকেই এই আন্দোলনের সূচনা করতে চাইছে রাজ্যের শাসক দল। রবিবার বিকেলে বীরভূম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সোমবার বোলপুরে প্রতিবাদ মিছিলে হাঁটবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বেছে বেছে বাংলা ভাষাভাষী মানুষের উপর ধারাবাহিক ভাবে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস।২১ জুলাই শহরের ধর্মতলার সভায় তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘বাংলা ভাষার প্রতি এই অপমান আমরা মেনে নেব না।’ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং ভিন রাজ্যে বাঙালিদের নিরাপত্তার দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভ – প্রতিবাদ কর্মসূচি হবে। যার সূচনা হবে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর থেকে। তার আগে আজ নানুরে শহিদ মঞ্চ থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এই আন্দোলন শুরু করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমসহ বীরভূমের কোর কমিটির নয় সদস্য।  সোম এবং মঙ্গলের বীরভূমের মাটিতে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৮ জুলাই দুপুরে গীতাঞ্জলি সভাগৃহে একটি প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কর্মশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে। ঐদিন বিকেল ৪টে নাগাদ বোলপুর ট্যুরিস্ট লজ মোড় থেকে শুরু হয়ে জামবনি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মিছিলে অংশ নেবেন। শেষে জামবনি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অস্থায়ী মঞ্চ থেকে ভাষণ দেবেন। ২৯ জুলাই মুখ্যমন্ত্রী ইলামবাজারে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

spot_img

Related articles

মোদির মুখে ‘অনুপ্রবেশকারী’: SIR-এর উল্লেখ করে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ তৃণমূলের

নির্বাচনের আগে সীমান্ত জেলায় ভার্চুয়াল সভায় ফের একবার অনুপ্রবেশ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাহেরপুরে মোদির...

শিক্ষকই যখন ছাত্র! বিশ্বমানের ট্রেনিংয়ে আরও দক্ষ জর্জ টেলিগ্রাফের শিক্ষকরা

এক হাতে চক-ডাস্টার, অন্য হাতে গ্লোবাল স্কিল! বদলে যাওয়া সময়ের সঙ্গে পাল্লা দিতে এবার নিজেদের পুরোপুরি ‘আপগ্রেড’ করে...

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সবার অধিকার: #Sebaashray2 শিবির ঘুরে রোগী ও চিকিৎসকদের বার্তা অভিষেকের

উচ্চমানের চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছিলেন তৃণমূলের (TMC)...

বাংলাদেশের অশান্তির আঁচ এবার ক্রিকেট মাঠে! অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাড়ছে বিপিএল বাতিলের সম্ভাবনা

অশান্তি আর নৈরাজ্যের বাংলাদেশে সংবাদমাধ্যমের অফিস থেকে সাংস্কৃতিক কেন্দ্রে আক্রমণের পর এবার কি উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে...