Friday, December 12, 2025

‘মনের কথা’-এ মোদির ক্ষুদিরাম স্মরণ! চাপ খেয়ে কৌশল, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নির্বাচনমুখি বিহার আর বাংলাই যে বিজেপির পাখির চোখ, আর সেই চোখ ভেদ করতে বাংলার স্বাধীনতা সংগ্রামকে জড়িয়ে নতুন রণকৌশল নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে রাজ্যে যেভাবে প্রতিদিন বাঙালি হেনস্থা প্রকাশ্যে চলে এসেছে, তাতে বাংলা জেতার বিজেপির রণকৌশল ভেস্তে গিয়েছে। প্রবল চাপে পড়ে তাই মোদির মুখে এবার ক্ষুদিরামের (Kshudiram Bose) নাম। সেই সঙ্গে বিহার নির্বাচনের (Bihar assembly election) আগে ফের একবার দেশাত্মবোধের জিগির তুলতে ক্ষুদিরামের সঙ্গে জুড়লেন মজফফপুর জেলকেও। গোটাটাই নরেন্দ্র মোদির চাপ খেয়ে বাংলার ক্ষোভ প্রশমনের চেষ্টা বলে দাবি বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের।

রবিবার মনের কথা বলে ভোট ব্যাঙ্ক পরীক্ষায় নেমেছিলেন নরেন্দ্র মোদি। জুলাই মাসের মন কি বাত-এ অগাস্টের প্রসঙ্গ টেনে আনেন। তার সঙ্গে জোড়েন বাংলার স্বাধীনতা সংগ্রামকে। সেক্ষেত্রে যে কোনও স্বাধীনতা সংগ্রামীর নাম তিনি ব্যবহার করেননি। ১১ অগাস্ট বিহারের মজফফরপুর (Mujafffarpur) জেলে বিপ্লবী ক্ষুদিরাম বোসের ফাঁসির প্রসঙ্গে টেনে আনেন। একদিকে বাঙালির স্বাধীনতা সংগ্রাম নিয়ে তাঁর কত জ্ঞান-ভক্তি প্রমাণ করার চেষ্টা করেন। অন্যদিকে ক্ষুদিরামের ফাঁসির দিন বিহারের মানুষ কীভাবে ইংরেজের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছিল, তার উল্লেখ করেন। এক ঢিলে দুই পাখির মতো বাংলা ও বিহারের মন জয়ের চেষ্টা চালান।

তবে এটা যে মোদির নিজের মনের কথা নয়, বাঙালির প্রতি তাঁর যে আদতে সেই ভালোবাসা নেই তা স্পষ্ট করে দেয় বাংলার শাসক দল তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্পষ্ট জানান, প্রধানমন্ত্রীর (Prime Minister) মনের কথা বলে কিছু নেই। উনি স্ক্রিপ্টে (script) পড়েন। মমতা বড়জোর তথ্যপরিসংখ্যান দেখে নেন। বক্তব্য নিজে বলেন। ঘুরে ঘুরে বলেন। প্রধানমন্ত্রীর দুদিকে দুটি টেলিপ্রম্পটার থাকে। তাই দেখে বলেন। তাই প্রধানমন্ত্রীর মনের কথা বলে কিছু হয় না। পুরোটাই স্ক্রিপ্ট রাইটারের মনের কথা।

আরও পড়ুন: রোজভ্যালির সঙ্গে ‘অংশীদারিত্বের’ চুক্তি! প্রমাণ তুলে মিঠুনকে চার প্রশ্ন কুণালের

সেই সঙ্গে কোন পরিস্থিতিতে মোদি এই কাহিনী নিজের মুখে বলছেন, তা বলতে গিয়ে কুণাল বলেন, এখন দেখেছেন বাংলা নিয়ে চাপ খেয়ে গিয়েছেন। এখন দেখেছেন বাংলা ও বাঙালির উপর সন্ত্রাস দেখাতে গিয়ে বাংলা ও বাঙালি ক্ষিপ্ত হয়ে গিয়েছে। তাই ক্ষুদিরাম বোসের (Kshudiram Bose) নাম তারা ওখানে ব্যবহার করলেন। এটা প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট যিনি লিখেছেন তার কৌশল।

spot_img

Related articles

বিহারে পিতৃতান্ত্রিক সমাজ বদলের ডাক: মহিলা ভাতায় কটাক্ষ লালু-কন্যার

আফসোস নাকি অভিযোগ? বিহারের নির্বাচনে পরাজয়ের পরে লালু প্রসাদ যাদবের পরিবারে যে ভাঙন ধরেছিল তাতে বড়সড় আঘাত পেয়েছিলেন...

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...