Wednesday, August 20, 2025

নন-বায়োলজিকাল সন নরেন্দ্র মোদিকে পুশ ব্যাক: বিজেপির চালে বিজেপিকেই মাত কল্যাণের

Date:

ফের একবার নরেন্দ্র মোদীর সেই বিতর্কিত নন-বায়োলজিক্যাল সন (non-biological son) মনে করালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বিজেপি শাসিত রাজ্যে পুলিশ প্রশাসন যৌথভাবে যেভাবে বাংলা ভাষায় কথা বলা মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তাতে কোনও ধরনের তিরস্কারই বিজেপির জন্য কম। সেই প্রসঙ্গে এবার মোদিকে (Narendra Modi) তাঁরই কথা ফিরিয়ে দিলেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি জন্মসূত্রেই মোদিকে পুশ ব্যাক (push back) করে দেব-দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করেছিলেন। এখনও তাঁর অনুগামীরা তাঁকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন। মোদির সেই বক্তব্যকে টেনে গোটা বিশ্বে কম বিতর্ক হয়নি। তা সত্ত্বেও জারি রয়েছে মোদিকে ঈশ্বররূপে বন্দনা। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজ পুরোহিত (Raj Purohit) যেমন দাবি করেছেন, তিনি নরেন্দ্র মোদির মধ্যে ভগবান বিষ্ণুকে (Lord Vishnu) দেখতে পান। মোদির কর্মপদ্ধতি ও কোটি কোটি করের টাকা ধ্বংস করে একের পর এক বিদেশ সফর দেখে বিজেপি প্রাক্তন বিধায়ক তাঁকে এই রূপেই দেখার দাবি জানান।

আরও পড়ুন: ‘মনের কথা’-এ মোদির ক্ষুদিরাম স্মরণ! চাপ খেয়ে কৌশল, কটাক্ষ তৃণমূলের

বিজেপির এই অন্তঃসারশূন্য দাবিকেই এবার হাতিয়ার করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নরেন্দ্র মোদি নিজেকে বলেছিলেন নরেন্দ্র মোদি বায়োলজিকাল সন (non-biological son) নয়। স্পিরিচুয়াল সন। মোদির বায়োলজিকালি জন্ম হয়নি। মাকালীর বায়োলজিকালি জন্ম হয়নি। কালী কী ভারতীয় নাগরিক? না শিব ভারতের নাগরিক? আজ যদি মোদির বায়োলজিকালি (biological) জন্ম না হয় তাহলে মোদিও তো ভারতের নাগরিক (Indian citizen) নয়। কী করে ভোটার তালিকায় নাম হবে। তাহলে তো পুশ ব্যাক করে দেবদেবীদের ওখানে পাঠিয়ে দেওয়া উচিত।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version