Saturday, November 8, 2025

নন-বায়োলজিকাল সন নরেন্দ্র মোদিকে পুশ ব্যাক: বিজেপির চালে বিজেপিকেই মাত কল্যাণের

Date:

ফের একবার নরেন্দ্র মোদীর সেই বিতর্কিত নন-বায়োলজিক্যাল সন (non-biological son) মনে করালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বিজেপি শাসিত রাজ্যে পুলিশ প্রশাসন যৌথভাবে যেভাবে বাংলা ভাষায় কথা বলা মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তাতে কোনও ধরনের তিরস্কারই বিজেপির জন্য কম। সেই প্রসঙ্গে এবার মোদিকে (Narendra Modi) তাঁরই কথা ফিরিয়ে দিলেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি জন্মসূত্রেই মোদিকে পুশ ব্যাক (push back) করে দেব-দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করেছিলেন। এখনও তাঁর অনুগামীরা তাঁকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন। মোদির সেই বক্তব্যকে টেনে গোটা বিশ্বে কম বিতর্ক হয়নি। তা সত্ত্বেও জারি রয়েছে মোদিকে ঈশ্বররূপে বন্দনা। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজ পুরোহিত (Raj Purohit) যেমন দাবি করেছেন, তিনি নরেন্দ্র মোদির মধ্যে ভগবান বিষ্ণুকে (Lord Vishnu) দেখতে পান। মোদির কর্মপদ্ধতি ও কোটি কোটি করের টাকা ধ্বংস করে একের পর এক বিদেশ সফর দেখে বিজেপি প্রাক্তন বিধায়ক তাঁকে এই রূপেই দেখার দাবি জানান।

আরও পড়ুন: ‘মনের কথা’-এ মোদির ক্ষুদিরাম স্মরণ! চাপ খেয়ে কৌশল, কটাক্ষ তৃণমূলের

বিজেপির এই অন্তঃসারশূন্য দাবিকেই এবার হাতিয়ার করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নরেন্দ্র মোদি নিজেকে বলেছিলেন নরেন্দ্র মোদি বায়োলজিকাল সন (non-biological son) নয়। স্পিরিচুয়াল সন। মোদির বায়োলজিকালি জন্ম হয়নি। মাকালীর বায়োলজিকালি জন্ম হয়নি। কালী কী ভারতীয় নাগরিক? না শিব ভারতের নাগরিক? আজ যদি মোদির বায়োলজিকালি (biological) জন্ম না হয় তাহলে মোদিও তো ভারতের নাগরিক (Indian citizen) নয়। কী করে ভোটার তালিকায় নাম হবে। তাহলে তো পুশ ব্যাক করে দেবদেবীদের ওখানে পাঠিয়ে দেওয়া উচিত।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version