Saturday, November 15, 2025

শেষদিনে ভারতীয় শিবিরে সেঞ্চুরির হ্যাটট্রিকে ম্যাচ ড্র

Date:

আবারও ভারতের ত্রাতা সেই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তৃতীয় টেস্টের পর চতুর্থ টেস্টেও ভারতকে বাঁচালেন তিনিই। ইংল্যান্ডের সঙ্গে ড্র করে সিরিজ বাঁচানোর লড়াইয়ে এখনও টিকে রইল ভারতীয় দল। শেষ দিনে ভারতীয় শিবিরে সেঞ্চুরির হ্যাটট্রিক। সেইসঙ্গে শেষ দিনে রবীন্দ্র জাদেজার দুরন্ত সেঞ্চুরি ইনিংস। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে সেঞ্চুরি করলেন ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar)। তাতেই শেষপর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে খারাপ ফলাফলের হাত থেকে বাঁচল টিম ইন্ডিয়া। পঞ্চম টেস্টে ভারত জিততে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

কেএল রাহুল (KL Rahul) এবং শুভমন গিল (Shubman Gill) এদিন শুরুটা ভালো করলেও মধ্যাহ্ন বিরতির পরই চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কেএল রাহুল লাঞ্চের আগেই ৯০ রানে ফিরে গিয়েছিলেন। লাঞ্চের পরই সেঞ্চুরি ইনিংস খেলে সাজঘরে ফিরেছিলেন শুভমন গিল। চার উইকেট খুইয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকেই ভারতের হাল ধরেন আবারও একবার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

তাঁর সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গত দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। জাদেজা এবং সুন্দরের পার্টনারশিপ এদিন আর ভাঙতে পারেননি ব্রিটিশ বোলাররা। সেই থেকেই মাটি আঁকড়ে পড়েছিলেন এই দুই তারকা। এই ম্যাচেও সেঞ্চুরি ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। সঙ্গে ওয়াশিংটন সুন্দরের ব্যাটেও সেঞ্চুরি ইনিংসের ঝলক। জাদেজার ব্যাটে এসেছে ১০৭ রান এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে এসেছে ১০১ রান। শেষপর্যন্ত ভারত থামে ৪২৪ রানে। শেষপর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে ভারত।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version