বাঙালি দেখলেই ‘হেনস্থা’, বিহারে এসআইআর-সহ একাধিক বিষয় নিয়ে সোমবার দিল্লি রওনা হওয়ার আগে বিজেপিকে বিমানবন্দরে দাঁড়িয়েই নিশানা করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি স্পষ্ট বলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের নামে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার গভীর ষড়যন্ত্র চলছে।

অভিষেক আরও বলেন, পহেলগাঁওয়ে যে পর্যটকরা নিহত হলেন, তাঁদের হত্যাকারী জঙ্গিরা কোথায়? তারা কীভাবে ঢুকল? কোথায় গেল তারা? আমি সংসদে এই ব্যাপারে জানতে চেয়েছি। উত্তর পাইনি। অনুপ্রবেশের যাবতীয় দায় বিএসএফের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে। ভুয়ো ভোটার কার্ড করে ভোট লুঠের চেষ্টা চালাচ্ছে। আমরা বিভাজনের রাজনীতি করিনি। আগামী দিনে বিজেপি যদি ভাবে বাংলার মানুষের ওপর অত্যাচার করবে, বাংলার মানুষ শিক্ষা দেবে। অমিত শাহ, বিএসএফ কর্তা পদত্যাগ করুন। আইবি প্রধান পদত্যাগ করুন। এদিন নিজের পোস্টে বিজেপির সুকান্ত মজুমদারের সমালোচনাও করেন অভিষেক। তাঁর কথায়, কেন্দ্রের মন্ত্রী হয়ে বাংলার জন্য কী করেছেন সুকান্ত মজুমদার? বলছেন বাংলায় রোহিঙ্গারা থাকে। বিশ্বে কত রোহিঙ্গা থাকে তার হিসেব আছে? অনুপ্রবেশের দায় বিএসএফের।

আরও পড়ুন – বিহারে ভোটার তালিকায় কুকুর! এসআইআর ইস্যুতে কমিশনকে ধুয়ে দিল তৃণমূল

_

_

_

_

_
_

_

_
_
_
_
_