Monday, November 10, 2025

এশিয়া কাপে ক্রিকেট ম্যাচে (Cricket Match) একই গ্রুপে ভারত-পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারত-পাক খেলার বিরুদ্ধে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “পাকিস্তানের সঙ্গে মাত্র একটি ভাষাতেই সম্পর্ক রাখা যেতে পারে, তা হল যুদ্ধক্ষেত্র।“ কিন্তু এর বিপরীত মত ভারতীয় ক্রিকেটদলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। তাঁর মতে, পহেলগাম-কাণ্ড হওয়া উচিত নয়। কিন্তু খেলা অবশ্যই চালাতে হবে।

সোমবার, নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, ”এই পৃথিবীতে কোথাও ভারতের উচিত নয় পাকিস্তানের সঙ্গে জড়িত হওয়া। একমাত্র জড়িত থাকা উচিত যুদ্ধক্ষেত্রে। একমাত্র পুরস্কার জেতা উচিত পাক অধিগৃহীত জম্মু-কাশ্মীর জিতে নেওয়া।” পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার (Cricket Match) বিরোধিতা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন ”দশকের পর দশক পাকিস্তান এই দেশে সন্ত্রাস চালিয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। একাধিক পরিবার রক্তাক্ত হয়েছে, প্রিয়জন হারিয়েছে। এর পরে রাজনীতিকে ক্রীড়াক্ষেত্র থেকে দূরে রাখা উচিত বলার সময় নয়। এটা এখন বন্ধ করার সময়। শহিদদের রক্ত মুছতে কোনও ক্রিকেট পিচ যথেষ্ট নয়। আমাদের তেরঙ্গা সবার ওড়ে কেবলমাত্র ব্যাট-বলের কারণে নয়। আমাদের সশস্ত্র বাহিনীর অতুলনীয় শৌর্য ও লড়াকু মানসিকতার জন্য।”

তবে, এর একেবারে বিপরীত অবস্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সৌরভ জানান, “খেলাধুলো অবশ্যই চলতে হবে। একই সঙ্গে পহেলগাম হওয়া উচিত নয়। তবে খেলাধুলো অবশ্যই চলতে হবে।” এর পরে তিনি বলেন, ”সন্ত্রাসবাদ হওয়া উচিত নয়। এটি বন্ধ করা দরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। তবে, খেলাধুলা করা দরকার।”

তবে পাকিস্তানের ক্ষেত্রেও খেলাকে রাজনীতির বাইরে রাখার বিরোধিতায় সুর চড়িয়ে অভিষেক বলেন, ”দশকের পর দশক পাকিস্তান এই দেশে সন্ত্রাস চালিয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। একাধিক পরিবার রক্তাক্ত হয়েছে, প্রিয়জন হারিয়েছে। এর পরে রাজনীতিকে ক্রীড়াক্ষেত্র থেকে দূরে রাখা উচিত বলার সময় নয়। এটা এখন বন্ধ করার সময়। শহিদদের রক্ত মুছতে কোনও ক্রিকেট পিচ যথেষ্ট নয়। আমাদের তেরঙ্গা সবার ওড়ে কেবলমাত্র ব্যাট-বলের কারণে নয়। আমাদের সশস্ত্র বাহিনীর অতুলনীয় শৌর্য ও লড়াকু মানসিকতার জন্য।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version