Monday, November 10, 2025

বার্ষিক আয় মাত্র ৩ টাকা! বিজেপি রাজ্যে ‘দরিদ্রতম কৃষক’, ছাপার ভুল বলে সাফাই প্রশাসন

Date:

বার্ষিক আয় মাত্র ৩ টাকা! মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাটনা জেলার এক কৃষকের আয়-শংসাপত্রে সরকারিভাবে লেখা, তাঁর বছরে আয় মাত্র তিন টাকা। প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। তীব্র কটাক্ষ করে কংগ্রেস বলে, ভারতের দরিদ্রতম (poorest) মানুষ। যদিও পরে মধ্যপ্রদেশ সরকারের সাফাই ছাপার ভুলেই এই বিভ্রাট।

প্রশাসনের গাফিলতি আর অব্যবস্থার এক জ্বলন্ত উদাহরণ সাটনার কোটি তহসিল এলাকায়। কৃষক রামস্বরূপ লোধি যখন সরকারি কৃষি সহায়তার জন্য দরকারি কাগজপত্র জমা দেন, তখন তাঁকে আয় সংক্রান্ত এই শংসাপত্রটি দেওয়া হয়। সেখানে লেখা ছিল-বার্ষিক আয় (annual income) ৩ টাকা। অর্থাৎ মাসে মাত্র ২৫ পয়সা! সঙ্কটে পড়ে জেলা প্রশাসন একে ‘টাইপিং মিস্টেক’ বলে দায় এড়িয়ে চলার চেষ্টা করছে। বলা হয়েছে, প্রকৃত আয় ৩০,০০০, কিন্তু টাইপিংয়ে ভুল হয়ে গিয়েছে। কোঠির তহসিলদার সৌরভ দ্বিবেদী ভুল স্বীকার করে বলেছেন, “আমাদের অফিস থেকে একটি আয়ের শংসাপত্র জারি করা হয়েছিল। যেখানে এক কেরানির ভুল ভুলবশত বার্ষিক আয়৩ টাকা হিসাবে লেখা হয়েছিল। এটি এখন সংশোধন করা হয়েছে।”

কিন্তু প্রশ্ন উঠছে, আয় সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ নথি-যার উপর নির্ভর করে সরকারি ভাতা, ফসল বিমা ও ঋণের সুবিধা-সেখানে এত গুরুতর ভুল? এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারের কৃষক-নীতি নিয়ে ফের বিরোধীরা সরব হয়েছেন। কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেন, “মধ্যপ্রদেশের কৃষকরা মরছেন ঋণের দায়ে, শস্যের দাম পাচ্ছেন না। আর প্রশাসন বলছে তাঁদের বার্ষিক আয় ৩ টাকা! নির্লজ্জ এই সরকার।” কংগ্রেস ছাড়াও সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি এবং কৃষক সংগঠনগুলো এই ঘটনাকে ‘কৃষক-নিগ্রহের প্রতীক’ বলে সমালচনা করেছে।

এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল, বিজেপির ডিজিটাল ভারতের প্রচার যতটা জোরালো, বাস্তবে ততটাই নড়বড়ে তার ভিত্তি। কৃষকদের নাম, জমির পরিমাণ, ফসলের তথ্য, আয়ের পরিমাণ- সবকিছুই ডেটার উপর নির্ভর করে, আর সেখানেই ভয়াবহ গাফিলতি! আরও পড়ুন : সপ্তাহের শুরুতেই কলকাতা মেট্রোয় বিপর্যয়, ব্লু লাইনে বন্ধ কবি সুভাষ পর্যন্ত পরিষেবা

Related articles

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে...
Exit mobile version