Wednesday, August 13, 2025

নিজে বাঁচতে সচিবকেও ‘প্রতারণা’ মিঠুনের! চিৎপুর থানায় দায়ের FIR-এ পদক্ষেপ দাবি কুণালের

Date:

তিন চিটফান্ডে বিপুল আর্থিক দুর্নীতি। তার মধ্যে একটিতে অংশীদারিত্বও ছিল। তারপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নাগালের বাইরে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এটা কারো বুঝতে সমস্যা হবে না, বিজেপির ওয়াশিং মেশিনে নিজেকে সাফ করার লক্ষ্যে মিঠুনের বিজেপি পাড়ি বাংলার মানুষকে প্রতারণায় তার পিঠ বাঁচিয়ে রেখেছে। যে ব্যক্তি নিজের দীর্ঘদিনের সচিবকে (secretariate assistant) প্রতারণা করে পিঠটান দিতে একবারও ভাবেননি, তিনি বাংলার মানুষের কথা ভাববেন না, সেটাই স্বাভাবিক। তবে এবার মিঠুনের তৎকালীন সচিবের দায়ের করা প্রতারণার অভিযোগ (FIR) নিয়ে কলকাতা পুলিশকে (Kolkata Police) যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সম্প্রতি মিঠুন চক্রবর্তীর তৎকালীন সচিব নিজে একটি ভিডিও বার্তায় ফাঁস করেছিলেন সারদা, রোজ ভ্যালি ও অ্যালকেমিস্ট চিটফান্ড (chit fund) থেকে টাকা রোজগার নিয়ে মিঠুনের কুকীর্তির কথা। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন কীভাবে নিজে বাঁচতে সচিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন সেই সময় মিঠুন। বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফিরে তাকাননি তিনি। কারণ ছিল, মিঠুনের সেই সব কুকীর্তির সাক্ষী ছিলেন তিনি।

তবে সচিব হিসাবে সুমন রায়চৌধুরীকে যেভাবে প্রতারণা করেছিলেন মিঠুন তার বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি ও তাঁর পরিবার। কলকাতা পুলিশের চিৎপুর থানায় (Chitpur police station) প্রতারণা, অসততা ও বঞ্চনার অভিযোগ দায়ের করেছেন। সেই সঙ্গে অভিযোগ বেআইনি কাজের জন্য ষড়যন্ত্রমূলক কার্যকলাপের।

আরও পড়ুন: তিন প্রতারণায় দ্রুত গ্রেফতারি দাবি: মিঠুনকে বিজেপি কীভাবে ব্যবহার করছে, মুখোশ খুলল তৃণমূল

চিৎপুর থানায় দায়ের করা অভিযোগের পরে বেশ কয়েকমাস কেটে গেলেও কড়া পদক্ষেপ হয়নি মিঠুনের বিরুদ্ধে। এবার যথাযথ পদক্ষেপ দাবি করে কুণাল ঘোষ দাবি করেন, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গ, কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগে চিৎপুর থানায় অভিযোগ,  এফআইআর (FIR) করেছেন মিঠুনের একদা সচিবের স্ত্রী। মিঠুনদা ও তাঁর এক আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধে। পুলিশ কী করছে? কিছু কেলেঙ্কারির তদন্ত ঠেকাতে জলঢোঁড়া বিজেপিতে গেল। আবার এখানেও সেলিব্রিটি বলে ছাড়? এই ছেলেটি জীবনের দীর্ঘ সময় মিঠুনদাকে দিয়েছে। ওকে দিয়ে নানা কাজ করানো হয়েছে। আজ ও নিজে টাকা পায়। জলঢোঁড়াবাহিনী ওকে ঘোরাচ্ছে, হয়রান করছে। চিৎপুর থানা (Chitpur police station) কেন মিঠুন (Mithun Chakraborty) আর বিমানের বিরুদ্ধে কার্যকরী তদন্ত করবে না?  এই এফআইআর নিয়ে কলকাতা পুলিশের যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version