Sunday, November 9, 2025

মায়ের প্রাণভিক্ষা চেয়ে ইয়েমেনে আবেদন মিশেলের, মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নার্স

Date:

মৃত্যুদণ্ডের সাজা যেন কার্যকর না হয়—এই আবেদন নিয়েই ইয়েমেনে (Yemen) পৌঁছেছে মাত্র ১৩ বছরের এক কিশোরী। কেরলের বাসিন্দা, ইয়েমেনে বন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার (Nimisha Priya) প্রাণরক্ষা করতে তাঁর মেয়ে মিশেল নিজেই এগিয়ে এল। এক আবেগঘন ভিডিও বার্তায় সে জানায়, “আই লাভ মাই মাম্মি। দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন।”

২০১৭ সালে ইয়েমেনে স্থানীয় এক ব্যক্তিকে খুনের অভিযোগে গ্রেফতার হন ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। ২০২০ সালে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ইয়েমেনের আদালত। তবে মামলা ঘিরে একাধিক প্রশ্ন থাকায় দীর্ঘদিন ধরেই কূটনৈতিক ও মানবাধিকার সংগঠনগুলির তরফে তাঁর মুক্তির দাবি জানানো হচ্ছে। সম্প্রতি ইয়েমেনের প্রেসিডেন্ট রশাদ আল আলিমি ও হুতি নেতা মাহদি আল মাশাত নিমিশার মৃত্যুদণ্ডের অনুমোদন দেন। তার পর ভারত সরকারের চেষ্টায় আপাতত রায় স্থগিত রয়েছে।

এই প্রেক্ষিতেই মিশেল ও তার বাবা টমি থমাস ইয়েমেনে পৌঁছেছেন, সঙ্গে রয়েছেন গ্লোবাল পিস ইনিশিয়েটিভ-এর প্রতিষ্ঠাতা ড. কে এ পল। একটি ভিডিও বার্তায় মিশেল কাঁদতে কাঁদতে বলে, “দয়া করে আমার মাকে ফিরিয়ে দিন। আমি দশ বছর ধরে মাকে দেখিনি।” পাশে বসে থাকা টমি থমাসের আবেদন, “আমার স্ত্রীর জীবন রক্ষা করুন। ওঁকে যেন ভারতে ফেরার সুযোগ দেওয়া হয়।”

ড. কে এ পল এক বিবৃতিতে জানান, “নিমিশার মেয়ে মিশেল দীর্ঘদিন ধরে মায়ের সগ্ঙ পায়নি। এই পরিস্থিতিতে ইয়েমেন যদি মানবিকতার নজির দেখায়, তবে তা আন্তর্জাতিক স্তরে উদাহরণ হয়ে থাকবে।”ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ইয়েমেন সরকারের সঙ্গে একাধিক স্তরে যোগাযোগ রাখা হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও এ ঘটনায় মানবিক আবেদনের গুরুত্ব ক্রমেই বাড়ছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version