Thursday, August 21, 2025

ধর্ষণ মানবিক বিপর্যয়, রুখতে হবে সম্মিলিত প্রচেষ্টায়: লীনা গঙ্গোপাধ্যায়

Date:

ধর্ষণ সমাজের এক গভীর অসুখ! এ শুধু আইনত অপরাধ নয়, এক বৃহৎ মানবিক বিপর্যয়। এই বার্তাই তুলে ধরল পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের একটি সচেতনতামূলক আলোচনা সভা। সোমবার শহরের এক বেসরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও বিশিষ্টজনেরা। আয়োজিত আলোচনাসভার মূল উদ্দেশ্য ছিল, ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ কীভাবে প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করা। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারম্যান লীনা গঙ্গোপাধ্যায় এবং কমিশনের অন্যান্য সদস্যরা।

সভায় লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “ধর্ষণ একটি ভাইরাসের মতো মহামারী। এটি এক দিনে নির্মূল হবে না, কিন্তু সচেতনতা ও মানসিকতা পরিবর্তনের মাধ্যমে একদিন অবশ্যই রোধ করা সম্ভব।” তিনি আরও বলেন, “মেয়েরা আগে মানুষ, তারপর তারা নারী। তাই ঘরের মা, দিদি, বোনের মতো স্কুল, কলেজ কিংবা কর্মক্ষেত্রের প্রতিটি মহিলাকেও সমান সম্মান জানাতে হবে।”

তিনি ছাত্রদের উদ্দেশ্যে আবেদন করেন, “আপনারাও কলেজে নিজ উদ্যোগে এমন আলোচনা সভার আয়োজন করুন, যাতে আরও বেশি ছেলেমেয়ে সচেতন হয়।” লীনা গঙ্গোপাধ্যায় এ-ও বলেন, ধর্ষণ প্রতিরোধে ছেলেদেরই আগে এগিয়ে আসতে হবে এবং মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়া উচিত। আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে নানা প্রশ্ন উঠে আসে, যার উত্তর দেন কমিশনের সদস্যরা। তরুণ প্রজন্মের এমন সজাগ অংশগ্রহণে খুশি মহিলা কমিশনের প্রতিনিধিরা। সমাজকে সুস্থ ও নিরাপদ করতে এই ধরনের উদ্যোগ যে আগামী দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের আরও কলেজে এই ধরনের সভার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন- মহুয়ার বিরুদ্ধে ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’ মামলা: লোকপালের কাছে রিপোর্ট পেশ সিবিআই-এর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version