আবারও খুশির খবর আলিপুর চিড়িয়াখানা থেকে। নতুন অতিথির আগমনে চিড়িয়াখানায় আনন্দের হাওয়া। মা হল স্ত্রী-জিরাফ সাবিত্রী, আর গত ১৭ জুলাই তার গর্ভে জন্ম নিল এক ফুটফুটে জিরাফ শাবক।

চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নিয়েছিল সাবিত্রী। এবার সাবিত্রী ও পুরুষ জিরাফ মঙ্গলের মিলনে জন্ম নিল এই নতুন প্রজন্মের সদস্য। শাবকটি আপাতত চিড়িয়াখানার পশু চিকিৎসকদের নজরদারিতে রয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শাবকটি সুস্থ রয়েছে এবং তাকে কিছুদিন চিকিৎসা পর্যবেক্ষণে রাখার পর দর্শনার্থীদের সামনে আনা হবে। এই নতুন সদস্যকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বর্তমানে এই নবজাতকসহ আলিপুর চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।

আলিপুর চিড়িয়াখানার এই সুখবরকে স্বাগত জানিয়েছে পরিবেশপ্রেমী মহলও। সবাই অপেক্ষায়, কবে দর্শকদের সামনে আসবে এই নতুন জিরাফ-সন্তান।

আরও পড়ুন – বাংলায় অস্তিত্ব সংকটে ভুগবে! নানুরের শহিদ মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ ফিরহাদের

_

_

_
_

_

_
_