Thursday, December 18, 2025

বাবার হাতে উঠবে মোহনবাগান রত্ন, আবেগতাড়িত সৃঞ্জয় বোস

Date:

Share post:

মঙ্গলবার ঐতিহ্যের মোহনবাগান (Mohunbagan) দিবস। সেই অনুষ্ঠান ঘিরে মোহনবাগানে এখন সাজো সাজো রব। মোহনবাগান ক্লাবের চূনী গোস্বামী মূল দড়জা থেকে ক্লাব তাঁবু ঢেকেছে সবুজ-মেরুন আলোতে। অপেক্ষার আর কিছু মুহূর্ত, এরপরই মোহনবাগাগানের ঐতিহ্যশালী সেই অনুষ্ঠান। সেখানেই এবার মোহনবাগান রত্নে ভূষিত হবেন ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস (Tutu Bose)। তিনি সচিব হওয়ার পর বাবার হাতে এমন গর্বের পুরস্কার। মোহনবাগান দিবসের আগের দিন আপ্লুত মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস (Srinjay Bose)।

তিনি সচিব হওয়ার পর এই প্রথমবার মোহনবাগান দিবস। মোহনবাগান দিবসের অনুষ্ঠান এবার হবে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। সেজে উঠেছে ক্লাব লন থেকে ক্লাব তাঁবু। মঙ্গলবারের নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের অনুষষ্ঠানে থাকবে এক ঝাঁক তারকা। গান গাইবেন ইমন চক্রবর্তী।

২৯ জুলাই সবসময়ই সৃঞ্জয় বোসের (Srinjay Bose) কাছে বিশেষ একটা দিন। সেই আবেগই এদিন উঠে আসল মোহনবাগান সচিবের গলা থেকে। তিনি জানিয়েছেন, “২৯ জুলাই সবসময়ই সমস্ত মোহনবাগানীদের কাছে স্পেশ্যাল। এবার যেহেতু আমার বাবা মোহনবাগান রত্ন পাচ্ছেন সেক্ষেত্রে এই দিনটা আমার কাছে আরও একটা বিশেষ মাত্রা পাচ্ছে। একটা স্মরণীয় দিন হতে চলেছে আমার কাছে”।

একইসঙ্গে সিএফএলের জন্য মোহনবাগান মাঠ পাওয়া যাবে কিনা সেই নিয়েও এদিনই মুখ খুললেন সৃঞ্জয় বোস (Srinjay Bose)। তিনি জানিয়েছেন, দু-এক সপ্তাহের মধ্যেই মাঠ আমাদের প্রস্তুত হয়ে যাবে। আমাদের ইচ্ছা আছে লিগের কিছু ম্যাচ এখানে করানোর। আমার মনে হয় আমরা ম্যাচ করাতে পারলে আইএফএ খুশি হবে।

মোহনবাগান ক্লাব তাঁবু সেজে উঠেছে। এবার শুধুই মোহনবাগান দিবসের অপেক্ষায় সকলে। মঙ্গলবার নিয়ম মেনে হবে পতাকা উত্তোলন। সেইসঙ্গে হবে প্রাক্তনদের খেলা। এরপর সন্ধে বেলাতেই মোহবাগান দিবসের অনুষ্ঠান নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে।

spot_img

Related articles

টেলিভিশনের সম্প্রচারিত হবে না অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ঘোষণা অস্কার কমিটির 

দীর্ঘ সময় ধরে চলে আসা চেনা হলিউডি প্রথার অবসান। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Oscar Award Ceremony) সম্প্রচারে এবার...

রাজ্যে ২ কোটি কর্মসংস্থান, কমেছে ৪০ শতাংশ বেকারত্ব: উন্নয়নের খতিয়ান তুলে বিরোধীদের অপপ্রচারের জবাব মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পে জোয়ার। ২ কোটি কর্মসংস্থান হয়েছে। কমেছে ৪০ শতাংশ বেকারত্ব। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে জানালেন মুখ্যমন্ত্রী...

পৃথিবীর গ্ল্যামার ছাড়িয়ে অনন্ত আলোকে প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া মেহের ক্যাস্তেলিনো

প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া ও বিশিষ্ট ফ্যাশন সাংবাদিক মেহের কাস্তেলিনো (Meher Castelino) প্রয়াত। বুধবার মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়েছে।...

নয়াদিল্লির নির্দেশে বৃহস্পতিতে দিনভর রাজশাহী-খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ!

ঢাকার পর এবার বাংলাদেশের রাজশাহী ও খুলনাতেও ভারতীয় ভিসা কেন্দ্র (India Visa Center) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়া...