Tuesday, August 12, 2025

বাবার হাতে উঠবে মোহনবাগান রত্ন, আবেগতাড়িত সৃঞ্জয় বোস

Date:

Share post:

মঙ্গলবার ঐতিহ্যের মোহনবাগান (Mohunbagan) দিবস। সেই অনুষ্ঠান ঘিরে মোহনবাগানে এখন সাজো সাজো রব। মোহনবাগান ক্লাবের চূনী গোস্বামী মূল দড়জা থেকে ক্লাব তাঁবু ঢেকেছে সবুজ-মেরুন আলোতে। অপেক্ষার আর কিছু মুহূর্ত, এরপরই মোহনবাগাগানের ঐতিহ্যশালী সেই অনুষ্ঠান। সেখানেই এবার মোহনবাগান রত্নে ভূষিত হবেন ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস (Tutu Bose)। তিনি সচিব হওয়ার পর বাবার হাতে এমন গর্বের পুরস্কার। মোহনবাগান দিবসের আগের দিন আপ্লুত মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস (Srinjay Bose)।

তিনি সচিব হওয়ার পর এই প্রথমবার মোহনবাগান দিবস। মোহনবাগান দিবসের অনুষ্ঠান এবার হবে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। সেজে উঠেছে ক্লাব লন থেকে ক্লাব তাঁবু। মঙ্গলবারের নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের অনুষষ্ঠানে থাকবে এক ঝাঁক তারকা। গান গাইবেন ইমন চক্রবর্তী।

২৯ জুলাই সবসময়ই সৃঞ্জয় বোসের (Srinjay Bose) কাছে বিশেষ একটা দিন। সেই আবেগই এদিন উঠে আসল মোহনবাগান সচিবের গলা থেকে। তিনি জানিয়েছেন, “২৯ জুলাই সবসময়ই সমস্ত মোহনবাগানীদের কাছে স্পেশ্যাল। এবার যেহেতু আমার বাবা মোহনবাগান রত্ন পাচ্ছেন সেক্ষেত্রে এই দিনটা আমার কাছে আরও একটা বিশেষ মাত্রা পাচ্ছে। একটা স্মরণীয় দিন হতে চলেছে আমার কাছে”।

একইসঙ্গে সিএফএলের জন্য মোহনবাগান মাঠ পাওয়া যাবে কিনা সেই নিয়েও এদিনই মুখ খুললেন সৃঞ্জয় বোস (Srinjay Bose)। তিনি জানিয়েছেন, দু-এক সপ্তাহের মধ্যেই মাঠ আমাদের প্রস্তুত হয়ে যাবে। আমাদের ইচ্ছা আছে লিগের কিছু ম্যাচ এখানে করানোর। আমার মনে হয় আমরা ম্যাচ করাতে পারলে আইএফএ খুশি হবে।

মোহনবাগান ক্লাব তাঁবু সেজে উঠেছে। এবার শুধুই মোহনবাগান দিবসের অপেক্ষায় সকলে। মঙ্গলবার নিয়ম মেনে হবে পতাকা উত্তোলন। সেইসঙ্গে হবে প্রাক্তনদের খেলা। এরপর সন্ধে বেলাতেই মোহবাগান দিবসের অনুষ্ঠান নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে।

spot_img

Related articles

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...