বাবার হাতে উঠবে মোহনবাগান রত্ন, আবেগতাড়িত সৃঞ্জয় বোস

Date:

Share post:

মঙ্গলবার ঐতিহ্যের মোহনবাগান (Mohunbagan) দিবস। সেই অনুষ্ঠান ঘিরে মোহনবাগানে এখন সাজো সাজো রব। মোহনবাগান ক্লাবের চূনী গোস্বামী মূল দড়জা থেকে ক্লাব তাঁবু ঢেকেছে সবুজ-মেরুন আলোতে। অপেক্ষার আর কিছু মুহূর্ত, এরপরই মোহনবাগাগানের ঐতিহ্যশালী সেই অনুষ্ঠান। সেখানেই এবার মোহনবাগান রত্নে ভূষিত হবেন ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস (Tutu Bose)। তিনি সচিব হওয়ার পর বাবার হাতে এমন গর্বের পুরস্কার। মোহনবাগান দিবসের আগের দিন আপ্লুত মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস (Srinjay Bose)।

তিনি সচিব হওয়ার পর এই প্রথমবার মোহনবাগান দিবস। মোহনবাগান দিবসের অনুষ্ঠান এবার হবে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। সেজে উঠেছে ক্লাব লন থেকে ক্লাব তাঁবু। মঙ্গলবারের নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের অনুষষ্ঠানে থাকবে এক ঝাঁক তারকা। গান গাইবেন ইমন চক্রবর্তী।

২৯ জুলাই সবসময়ই সৃঞ্জয় বোসের (Srinjay Bose) কাছে বিশেষ একটা দিন। সেই আবেগই এদিন উঠে আসল মোহনবাগান সচিবের গলা থেকে। তিনি জানিয়েছেন, “২৯ জুলাই সবসময়ই সমস্ত মোহনবাগানীদের কাছে স্পেশ্যাল। এবার যেহেতু আমার বাবা মোহনবাগান রত্ন পাচ্ছেন সেক্ষেত্রে এই দিনটা আমার কাছে আরও একটা বিশেষ মাত্রা পাচ্ছে। একটা স্মরণীয় দিন হতে চলেছে আমার কাছে”।

একইসঙ্গে সিএফএলের জন্য মোহনবাগান মাঠ পাওয়া যাবে কিনা সেই নিয়েও এদিনই মুখ খুললেন সৃঞ্জয় বোস (Srinjay Bose)। তিনি জানিয়েছেন, দু-এক সপ্তাহের মধ্যেই মাঠ আমাদের প্রস্তুত হয়ে যাবে। আমাদের ইচ্ছা আছে লিগের কিছু ম্যাচ এখানে করানোর। আমার মনে হয় আমরা ম্যাচ করাতে পারলে আইএফএ খুশি হবে।

মোহনবাগান ক্লাব তাঁবু সেজে উঠেছে। এবার শুধুই মোহনবাগান দিবসের অপেক্ষায় সকলে। মঙ্গলবার নিয়ম মেনে হবে পতাকা উত্তোলন। সেইসঙ্গে হবে প্রাক্তনদের খেলা। এরপর সন্ধে বেলাতেই মোহবাগান দিবসের অনুষ্ঠান নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে।

spot_img

Related articles

আইপিএলে কোচ যুবরাজ! নায়ারের সঙ্গেই নাইট দলে আসবেন রোহিত?

কেকেআর(KKR) কোচ পরিবর্তন করে অভিষেক নায়ারকে দায়িত্ব দিয়েছে। এবার জল্পনায় লখনউ দলের কোচও। জাস্টিন ল্যাঙ্গারের পরিবর্তে নতুন কোচকে...

হতশ্রী ফিল্ডিং, বিশ্বকাপে হরমনপ্রীতদের ক্যাচ ফস্কানোর পরিসংখ্যান লজ্জাজনক!

পুরো বিশ্বকাপেই (ICC Women’s Cricket World Cup 2025 )খারাপ ফিল্ডিং সমস্যায় ফেলেছে ভারতকে। সেমিফাইনালের কঠিন ম্যাচেও সেই ধারা...

সহকারী থেকে চিফ, নাইটদের কোচের হট সিটে ঘরের ছেলেই

অবশেষে পড়ল সরকারি সিলমোহর। আসন্ন মরশুমের আইপিএলে(IPL 2026) কেকেআরের হেড কোচ হলেন অভিষেক নায়ার(Abhishek Nayar)। দীর্ঘ দিন ধরেই...

মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি, গুয়াহাটিতে বদলে যাচ্ছে টেস্টের নিয়ম!

বদলে গেল টেস্টের সময়! আগামী নভেম্বরে গুয়াহাটিতে(Guwahati) হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট। কিন্তু টেস্টের প্রচলিত রীতির বদল হতে...