Thursday, August 21, 2025

‘যোগ্যশ্রী’ প্রকল্পে রাজ্যের নয়া উদ্যোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আবাসিক প্রশিক্ষণ পাচ্ছেন ৫০০০ পড়ুয়া 

Date:

Share post:

উচ্চশিক্ষার মূলস্রোতে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের ‘যোগ্যশ্রী’ প্রকল্পের আওতায় শীঘ্রই শুরু হতে চলেছে একটি বিস্তৃত আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি। তপশিলি জাতি (এসসি), তপশিলি উপজাতি (এসটি) এবং অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির (ওবিসি) অন্তত ৫০০০ পড়ুয়াকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স, পশ্চিমবঙ্গ জয়েন্ট ও নিট-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য।

এই কর্মসূচির রূপায়ণ করছে রাজ্য তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি উন্নয়ন ও অর্থ সংস্থা, যা অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তত্ত্বাবধানে পরিচালিত হবে। রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১০০টি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে শুরু হবে এই কোচিং প্রোগ্রাম। প্রতি কেন্দ্রে ৩০ জন করে প্রশিক্ষণার্থীকে আবাসিক পরিবেশে প্রস্তুতির সুযোগ দেওয়া হবে। পুরো কোর্সটি সম্পূর্ণ আবাসিক এবং প্রশিক্ষণার্থীদের জন্য থাকা, খাওয়া, স্টাডি কিট, স্টেশনারি, স্বাস্থ্যবিধি সামগ্রী প্রভৃতি বিনামূল্যে সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে কোর্সের সময়সীমা ৬০ দিন ধার্য হলেও, পরীক্ষার প্রস্তুতির চাহিদা অনুযায়ী এই সময় বাড়ানো হতে পারে।

এই প্রশিক্ষণ কেন্দ্রে থাকছে ২৪ ঘণ্টার স্টাডি হল, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের ক্লাস এবং নিয়মিত অ্যাকাডেমিক সহায়তা। দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিজ্ঞ আবাসিক কোচিং সংস্থাগুলিকে আহ্বান জানিয়ে ইতিমধ্যেই আগ্রহপত্র (EOI) চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সংস্থাগুলিকে নির্দিষ্ট পরিকাঠামো যেমন নিরাপদ হোস্টেল, মানসম্পন্ন ক্লাসরুম, স্বাস্থ্যকর রান্নাঘর এবং প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও শিক্ষক-ব্যবস্থা রাখতে হবে।

জেলা প্রশাসনের মাধ্যমে ছাত্রছাত্রীদের বাছাই করা হবে এবং কোনও প্রশিক্ষণ কেন্দ্রকে সরাসরি ভর্তি নেওয়ার অনুমতি দেওয়া হবে না। কোচিং সংস্থাগুলিকে প্রযুক্তিগত ও আর্থিক মূল্যায়নের মাধ্যমে বাছাই করে একটি প্যানেলে রাখা হবে। প্রশিক্ষণ শেষে সংস্থাগুলির পারফরম্যান্সও মূল্যায়ন করা হবে।

এই প্রশিক্ষণ প্রকল্পের মূল লক্ষ্য, সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় প্রবেশের প্রস্তুতিতে সমান সুযোগ দেওয়া এবং পেশাগত কোর্সে তাঁদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া। সমাজে শিক্ষা-সমতা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষামহল।

আরও পড়ুন – মুম্বইয়ের আশ্রমে রহস্যমৃত্যু হুগলির যুবতীর, শোকস্তব্ধ পরিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...