Wednesday, August 20, 2025

বীরভূমে স্বনির্ভর গোষ্ঠীর দোকানে ক্রেতা মুখ্যমন্ত্রী, আপ্লুত বিক্রেতারা

Date:

স্বনির্ভর গোষ্ঠীর দোকান থেকে বেশ কিছু পোশাক কিনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ইলামবাজার প্রশাসনিক সভায় প্রথমেই তিনি এই স্বনির্ভর গোষ্ঠীর (self-help group) দেওয়া দোকানে গিয়ে মহিলাদের কাছে জানতে চান নতুন কী এসেছে। বেশ খানিকক্ষণ শাড়ি এবং পোশাক দেখার পরে মুখ্যমন্ত্রী জানান, তিনি একটি শাড়ি পছন্দ করেছেন এবং সেটাই নেবেন।

এদিন মুখ্যমন্ত্রী একটি বালুচরি শাড়ি, তসরের দুটো স্টোল, দুটো পাঞ্জাবি এবং বেশ কিছু উত্তরীয় ও একটি কুর্তি কেনেন। উনি মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন রকমের প্রকল্পের সূচনা করেছেন। তাঁদের আর্থিক সাহায্যও করেন প্রশাসনিক সভার মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, মহিলারাই তাঁর শক্তি। আর্থিকভাবে মহিলারা যত স্বাবলম্বী হবে, তত সমাজ সংগঠিত হবে। সুস্থ সমাজ গড়ে তুলতে মহিলাদের আর্থিক স্বাবলম্বী হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বীরভূমের ৬৭ হাজারের ওপরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আজ স্বাবলম্বী হয়েছে। বীরভূম জেলা প্রকল্প অধিকর্তা আজমল হোসেন জানিয়েছেন, বীরভূম জেলায় তিনটে সৃষ্টিশ্রী আউটলেট রয়েছে। স্বনির্ভর দলের মহিলারা এগুলি পরিচালনা করেন। তাঁদের হাতে তৈরি জিনিস এখানে বিক্রি হয়। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চের পাশের আউটলেটে গিয়ে গ্রামীণ মহিলাদের হাতে তৈরি পোশাক কেনায় মহিলারা খুব খুশি। মুখ্যমন্ত্রীর কথা শুনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কুশমা পাল বলেন, আমরা খুব খুশি স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে জিনিস কিনছেন। তিনি গ্রামবাংলার মহিলাদের হাতের তৈরি জিনিস এত পছন্দ করেন তা আগে জানতাম না। আরও পড়ুন : মুম্বইয়ের আশ্রমে রহস্যমৃত্যু হুগলির যুবতীর, শোকস্তব্ধ পরিবার

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version