Sunday, November 2, 2025

বীরভূমে স্বনির্ভর গোষ্ঠীর দোকানে ক্রেতা মুখ্যমন্ত্রী, আপ্লুত বিক্রেতারা

Date:

স্বনির্ভর গোষ্ঠীর দোকান থেকে বেশ কিছু পোশাক কিনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ইলামবাজার প্রশাসনিক সভায় প্রথমেই তিনি এই স্বনির্ভর গোষ্ঠীর (self-help group) দেওয়া দোকানে গিয়ে মহিলাদের কাছে জানতে চান নতুন কী এসেছে। বেশ খানিকক্ষণ শাড়ি এবং পোশাক দেখার পরে মুখ্যমন্ত্রী জানান, তিনি একটি শাড়ি পছন্দ করেছেন এবং সেটাই নেবেন।

এদিন মুখ্যমন্ত্রী একটি বালুচরি শাড়ি, তসরের দুটো স্টোল, দুটো পাঞ্জাবি এবং বেশ কিছু উত্তরীয় ও একটি কুর্তি কেনেন। উনি মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন রকমের প্রকল্পের সূচনা করেছেন। তাঁদের আর্থিক সাহায্যও করেন প্রশাসনিক সভার মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, মহিলারাই তাঁর শক্তি। আর্থিকভাবে মহিলারা যত স্বাবলম্বী হবে, তত সমাজ সংগঠিত হবে। সুস্থ সমাজ গড়ে তুলতে মহিলাদের আর্থিক স্বাবলম্বী হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বীরভূমের ৬৭ হাজারের ওপরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আজ স্বাবলম্বী হয়েছে। বীরভূম জেলা প্রকল্প অধিকর্তা আজমল হোসেন জানিয়েছেন, বীরভূম জেলায় তিনটে সৃষ্টিশ্রী আউটলেট রয়েছে। স্বনির্ভর দলের মহিলারা এগুলি পরিচালনা করেন। তাঁদের হাতে তৈরি জিনিস এখানে বিক্রি হয়। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চের পাশের আউটলেটে গিয়ে গ্রামীণ মহিলাদের হাতে তৈরি পোশাক কেনায় মহিলারা খুব খুশি। মুখ্যমন্ত্রীর কথা শুনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কুশমা পাল বলেন, আমরা খুব খুশি স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে জিনিস কিনছেন। তিনি গ্রামবাংলার মহিলাদের হাতের তৈরি জিনিস এত পছন্দ করেন তা আগে জানতাম না। আরও পড়ুন : মুম্বইয়ের আশ্রমে রহস্যমৃত্যু হুগলির যুবতীর, শোকস্তব্ধ পরিবার

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version