Wednesday, November 5, 2025

বীরভূমে স্বনির্ভর গোষ্ঠীর দোকানে ক্রেতা মুখ্যমন্ত্রী, আপ্লুত বিক্রেতারা

Date:

স্বনির্ভর গোষ্ঠীর দোকান থেকে বেশ কিছু পোশাক কিনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ইলামবাজার প্রশাসনিক সভায় প্রথমেই তিনি এই স্বনির্ভর গোষ্ঠীর (self-help group) দেওয়া দোকানে গিয়ে মহিলাদের কাছে জানতে চান নতুন কী এসেছে। বেশ খানিকক্ষণ শাড়ি এবং পোশাক দেখার পরে মুখ্যমন্ত্রী জানান, তিনি একটি শাড়ি পছন্দ করেছেন এবং সেটাই নেবেন।

এদিন মুখ্যমন্ত্রী একটি বালুচরি শাড়ি, তসরের দুটো স্টোল, দুটো পাঞ্জাবি এবং বেশ কিছু উত্তরীয় ও একটি কুর্তি কেনেন। উনি মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন রকমের প্রকল্পের সূচনা করেছেন। তাঁদের আর্থিক সাহায্যও করেন প্রশাসনিক সভার মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, মহিলারাই তাঁর শক্তি। আর্থিকভাবে মহিলারা যত স্বাবলম্বী হবে, তত সমাজ সংগঠিত হবে। সুস্থ সমাজ গড়ে তুলতে মহিলাদের আর্থিক স্বাবলম্বী হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বীরভূমের ৬৭ হাজারের ওপরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আজ স্বাবলম্বী হয়েছে। বীরভূম জেলা প্রকল্প অধিকর্তা আজমল হোসেন জানিয়েছেন, বীরভূম জেলায় তিনটে সৃষ্টিশ্রী আউটলেট রয়েছে। স্বনির্ভর দলের মহিলারা এগুলি পরিচালনা করেন। তাঁদের হাতে তৈরি জিনিস এখানে বিক্রি হয়। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চের পাশের আউটলেটে গিয়ে গ্রামীণ মহিলাদের হাতে তৈরি পোশাক কেনায় মহিলারা খুব খুশি। মুখ্যমন্ত্রীর কথা শুনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কুশমা পাল বলেন, আমরা খুব খুশি স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে জিনিস কিনছেন। তিনি গ্রামবাংলার মহিলাদের হাতের তৈরি জিনিস এত পছন্দ করেন তা আগে জানতাম না। আরও পড়ুন : মুম্বইয়ের আশ্রমে রহস্যমৃত্যু হুগলির যুবতীর, শোকস্তব্ধ পরিবার

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version