মুম্বইয়ে (Mumbai) আশ্রমে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটল হুগলির (Hoogly) চুঁচুড়ার এক যুবতীর। মৃতার নাম সঙ্গীতা চক্রবর্তী (২৫)। পেশায় বেসরকারি সংস্থার কর্মী হলেও সঙ্গীতচর্চায় তাঁর বিশেষ আগ্রহ ছিল। এলাকায় একাধিক অনুষ্ঠানেও গান গাইতেন তিনি। আচমকা তাঁর মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে চুঁচুড়ার কারবালা এলাকায়।
পরিবার সূত্রে খবর, কয়েক দিন আগে যোগাভ্যাসের উদ্দেশ্যে মুম্বইয়ের (Mumbai) একটি যোগাশ্রমে যান সঙ্গীতা। সেখানেই একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তিনি তলিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সোমবার রাতে সঙ্গীতার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছয়। মঙ্গলবার ভোরেই মেয়ের দেহ আনতে মুম্বই রওনা দেন তাঁর বাবা দিলীপ চক্রবর্তী। সঙ্গীতার মা এখনও মেয়ের মৃত্যুর খবর জানেন না। প্রতিবেশীরা জানিয়েছেন, “ওর মাকে কিছুই বলা হয়নি। উনি এখনও ভাবছেন মেয়ে যোগাভ্যাস করতে গিয়েছে।”
স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত বলেন, “আমাদের পাড়ার মেয়ে সঙ্গীতা খুব ভালো গান গাইত। বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করত। শুনেছি মুম্বই গিয়েছিল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের উপর দিয়ে যা যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” জানা গিয়েছে, সঙ্গীতার মুম্বইয়ে কিছু আত্মীয় রয়েছেন। তাঁরাই প্রথম মৃত্যুসংবাদ জানান। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সঙ্গীতার মৃতদেহ ময়নাতদন্তের পরেই আসল ঘটনা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: জানবাজারের পরে মুচিপাড়া-নারকেলডাঙাতেও ভাঙল পুরানো বিপজ্জক বাড়ি
–
–
–
–
–
–
–
–
–
–
–
–