Wednesday, December 17, 2025

বড় বড় চোর উত্তরপ্রদেশ-রাজস্থানে বসে আছে! ইলামবাজারে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বড় বড় চোর তো উত্তরপ্রদেশ আর রাজস্থানে বসে আছে। সেখানে কটা টিম গেছে?- মঙ্গলবার, বীরভূমের ইলামবাজারের পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। সরাসরি প্রশ্ন ছুড়ে তিনি বলেন, “বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে, অথচ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র?”

সব বিষয়েই দেশের মধ্যে এগিয়ে বাংলা। কেন্দ্রের স্বীকৃতিতেই দেশের সেরা হয়েছে বাংলার বিভিন্ন প্রকল্প। তার পরেও বারবার প্রাপ্য টাকা আটকে রেখে বঞ্চনা করছে কেন্দ্রের মোদি সরকার। এই নিয়ে বাংলা থেকে দিল্লি আওয়াজ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্না-আন্দোলনে সামিল হয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এদিন, ইলামবাজারের পরিষেবা প্রদান মঞ্চ থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, “বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিচ্ছে, অথচ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে বড় বড় দুর্নীতির বিরুদ্ধে কতটা ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র?”

পর পর পাঁচ বছর একশো দিনের কাজে, গ্রামীণ রাস্তা নির্মাণে বাংলা দেশে সেরা হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেই হিংসা থেকেই গত তিন বছর ধরে কেন্দ্র বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে।

এর পরেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “হিংসার কোনও ওষুধ নেই! ওরা বলে বাংলায় চুরি হয়েছে, অথচ বড় বড় চোর তো উত্তরপ্রদেশ আর রাজস্থানে বসে আছে। সেখানে কটা টিম গেছে? মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থানে যখন মহিলাদের পুড়িয়ে মারা হয়, তখন কটা কমিশন যায়? বাংলায় টিকটিকি কামড়ালেও কেন্দ্রীয় দল এসে পড়ে।” তোপ দেগে মমতা বলেন, “বিষাক্তদের থেকে দূরে থাকুন, এরা ভয়ঙ্কর”।

এদিন ফের ডবলইঞ্জিনের রাজ্যে বাংলাভাষীর উপর অত্যাচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, “বাংলা ভাষা বলার জন্য যখন অত্যাচার হচ্ছে, তখনও তো কোনও কমিশন আসে না। যত দোষ নন্দঘোষ! বাংলা উন্নতি করছে, তাই বাংলাকে শাস্তি দিচ্ছে কেন্দ্র।”

সোমবারের পরে মঙ্গলবার ও পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, “আপনারা ফিরে আসতে চাইলে ফেরানোর সব ব্যবস্থা সরকারের। আপনাদের পরিবার, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করা, রেশন, সহ সব ব্যবস্থা আমরা করে দেব।”

নরেন্দ্র মোদির ভুয়ো প্রতিশ্রুতিকে কটাক্ষ করে মমতা বলেন, “ভোটের সময় বলে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেব, আর ভোট চলে গেলে বলে মারব। এটাই তো তোমাদের নীতি?” তীব্র হুঙ্কার দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভিক্ষে চায় না, বাংলার মাথা নীচু করে বাঁচবে না। বাংলা লড়তে জানে, লড়াই করে বাংলা মাথা উঁচু করেই বাঁচবে।”
আরও খবরমোহনবাগান দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

spot_img

Related articles

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনী মৃত্যু! গত তিনমাসে মৃত ৩ রয়্যাল বেঙ্গল

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর (Tigress) মৃত্যু। বুধবার সকালে একটি  সাব অ্যাডাল্ট রয়্যাল বেঙ্গল বাঘিনীর  মৃত্যু হয়। এই নিয়ে...