Monday, November 10, 2025

মোহনবাগান দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Date:

ঐতিহ্যের মোহনবাগান দিবসের (Mohunbagan Day) শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৯ জুলাই, এই দিনটার গুরুত্ব সমগ্র মোহন জনতার কাছে অপরিসীম। সেই ঐতহ্যশালী দিন উপলক্ষ্যেই এবার মুখ্যমন্ত্রীর থেকে শুভেচ্ছা বার্তা এল মোহনবাগান (Mohunbagan) ক্লাবে। আর তাতেই আপ্লুত মোহনবাগান কর্তা থেকে আপামর মোহনবাগান সমর্থকরা। ২৯ জুলাই উপলক্ষ্যে মোহনবাগান ক্লাব তাঁবু সেজে উঠেছে। মঙ্গলবার বিকেলে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে থাকবে তারকাদের হাট। তার আগেই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তা এই অনুষ্ঠানের মাত্রা আরও কয়েক গুন বাড়িয়ে দিল।

মুখ্যমন্ত্রী তাঁর শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, “আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে মোহনবাগান ক্লাব নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মোহনবাগান দিবস পালন করছে। এই দিনটি শুধুমাত্র মোহনবাগানের জন্যই ঐতিহাসিক দিন নয়, গোটা ভারতীয় ফুটবলের জন্য এই দিনটা ঐতিহাসিক দিন। ১৯১১ সালের এই দিনই ব্রিটিশ দলকে হারিয়ে প্রথম ভারতীয় ফুটবল ক্লাব হিসাবে ঐতহ্যশালী আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। এই দিনটা গোটা ভারতের জন্য গর্বের। সমস্ত মোহবাগান পরিবারের প্রতি আমার হার্দিক শুভেচ্ছা রইল”।

২৯ জুলাই ঘিরে মোহনবাগান ক্লাবে থাকে সাজো সাজো রব। এদিনটি সমগ্র মোহনবাগানীরা সেই অমর একাদশকে সম্মান জানিয়েই শুরু করে। এছাড়া গোটা ক্লাব তাঁবুটা এদিন সেজে ওঠে সবুজ-মেরুন আলোয়। এবারের মোহনবাগান দিবসও ব্যতিক্রম নয়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান ঘিরে বসবে চাঁদের হাট। সেখানেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এই অনুষ্ঠানের মাত্রা আরও একটু বাড়িয়ে দিল।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version