Wednesday, July 30, 2025

SIR করে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত! কাজল-অনুব্রতদের নজরদারির নির্দেশ মমতার

Date:

SIR-এর নামে তালিকা থেকে আসল ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের মোদি সরকার। এই বিষয়ে সতর্ক হতে সোমবারের পরে, মঙ্গলবারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মঙ্গলবার ইলামবাজারের পরিষেবা প্রদান মঞ্চ থেকে BJP-র ‘চক্রান্ত’ রুখতে বীরভূমের দুই তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandol) এবং কাজল শেখকে একসঙ্গে মাঠে নামার নির্দেশ তৃণমূল সুপ্রিমো।

SIR-এর করে ভোটারদের নাম বাদে চক্রান্ত করছে কেন্দ্রের মোদি সরকার- দীর্ঘদিন ধরেই এই অভিযোগে সরব বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাভাষীদের উপর ভিনরাজ্যে আক্রমণের বিরুদ্ধে সরব হন মমতা। একই সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কেন্দ্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, “অসম, ওড়িশা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ-সহ সমস্ত ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। আসলে বাংলায় প্রতিভা, পরিশ্রমের সঙ্গে পেরে উঠছে না বলে এত অত্যাচার।“

এর পরেই তৃণমূল সভানেত্রীর বার্তা, “সবাই নতুন করে ভোটার তালিকায় নাম তুলবেন। আসল লোকের নাম যেন বাদ না যায়। এভাবে এনআরসি চালুর ষড়যন্ত্র চলছে। অসমেও হয়েছে, বাংলাতেও ওরা চেষ্টা করছে। কিন্তু প্রাণ থাকতে আমরা এনআরসি হতে দেব না, রুখে দেব। কারও নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে প্রতিবাদ করবেন, বিএলও-কে বলবেন। বলবেন, এটা আপনার সাংবিধানিক অধিকার, আপনার রক্ষাকবচ। সংখ্যালঘু ভাইদের বলছি, যাঁরা বাইরে কাজে গিয়েছেন বা যান শুধু ঈদে এলে হবে না, ভোটার লিস্টে নামটাও তুলতে হবে।” এই বিষয় নিয়ে অনুব্রত মণ্ডল-কাজল শেখদের ময়দানে নামার নির্দেশ দেন মমতা। শতাব্দী রায়-সহ জেলার সবকে নেতৃত্বকে নিজের নিজের এলাকায় নজরদারির পরামর্শ দেন তৃণমূল সভানেত্রী।
আরও খবরস্থানীয় মানুষের আবেগ উস্কে ‘জয়দেব সেতু’র উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সঙ্গে একগুচ্ছ শিলান্যাস-উদ্বোধন

Related articles

মোহনবাগান সচিব, সভাপতির কাছে জোড়া অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

মঙ্গলবার মোহনবাগান(Mohunbagan) দিবস উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ছিল সাজো সাজো রব। চাঁদের হাট বসেছিল সেখানে। উপস্থিত ছিলেন রাজ্যের...

পাক হামলা নিন্দায় চুপ বিশ্ব, প্রশ্ন তুলেছিলেন অভিষেক, সুর মিলিয়ে মোদিকে বিঁধলেন রাহুল 

পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হানার পর সন্ত্রাসবাদ বিরোধী বার্তা দিয়ে সরব হয়েছে গোটা দেশ। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে নিয়ে...

কেউ অপারেশন বন্ধ করতে বলেনি: ট্রাম্পের নাম নিলেন না মোদি, প্রশ্ন তৃণমূলের

ট্রাম্পের নাম শুনলে নরেন্দ্র মোদির উচ্চতা ও বুকের ছাতি কমে যায়। সংসদে দাঁড়িয়ে এই প্রশ্ন সোমবার তুলেছিলেন তৃণমূল...

বাংলা বললেই বাংলাদেশি? বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ

সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাভাষী মানুষদের উপর যে হারে আক্রমণ, অত্যাচার ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, তা...
Exit mobile version