Sunday, August 24, 2025

কৃষকদের আর্থিক সুরাহা: ‘কৃষকবন্ধু-নতুন’ প্রকল্পে ২,৬৩০ কোটি টাকার অর্থসাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

খরিফ মরসুমে রাজ্যের কৃষকদের আর্থিক স্বস্তি দিতে ফের বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের ‘কৃষকবন্ধু-নতুন’ প্রকল্পের আওতায় রাজ্যের ১ কোটি ৯ লক্ষ কৃষক ও ভাগচাষির অ্যাকাউন্টে সরাসরি মোট ২,৬৩০ কোটি টাকা পাঠানো হচ্ছে।

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলেন, “আমি গর্বিত যে ২০১৯ সাল থেকে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের কৃষকরাই আমাদের সম্পদ, আমাদের গর্ব।”

প্রসঙ্গত, ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের হাতে পৌঁছে দিয়েছে ২৪ হাজার কোটি টাকারও বেশি অর্থ। যাঁদের এক একরের বেশি জমি রয়েছে, তাঁরা বছরে দু’দফায় ১০ হাজার টাকা করে পাচ্ছেন। যাঁদের জমি এক একরের কম, তাঁরাও অনুপাতিক হারে ন্যূনতম ৪ হাজার টাকা পর্যন্ত অর্থসাহায্য পেয়ে থাকেন। এছাড়াও, কৃষকদের সামাজিক সুরক্ষার কথা ভেবে নেওয়া হয়েছে আর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৪৮ হাজার কৃষক পরিবার এই সুবিধার আওতায় এসেছে। এই খাতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে প্রায় ২,৯২০ কোটি টাকা।

কৃষকদের উন্নয়ন ও সুরক্ষার স্বার্থে ভবিষ্যতেও সরকার পাশে থাকবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগকে কৃষিজীবী মহলে স্বাগত জানানো হয়েছে।

আরও পড়ুন – বাঘ দিবসে মাথা ব্যথা বেলাগাম চোরাচালান: অভিযুক্ত ‘পোষা-বাঘ’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version