নির্লজ্জ মোদি সরকার দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কেন্দ্রীয় বরাদ্দের তথ্য পেশ করতে পারলেও বাংলার জন্য একশো দিনের কাজে কোনও বরাদ্দ তালিকাতে দেখাতে পারে না। কারণ বাংলার জন্য যে কোনও বরাদ্দ হয়নি সেটাই তালিকায় ঘুরিয়ে প্রকাশ করেছে নরেন্দ্র মোদির (Narendra Modi) গ্রামোন্নয়ন মন্ত্রক। এবার সংসদে দাঁড়িয়ে বাংলার বকেয়া সেই টাকার দাবি করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)।
লোকসভায় (Loksabha) মোদি সরকারের পঞ্চায়েত মন্ত্রী রাজীব রঞ্জন সিং দাবি করেন, সারা দেশে সমভাবে পরিষেবার বন্টন হয়েছে। সেখানেই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) প্রশ্ন, মন্ত্রীর বক্তব্য অনুযায়ী যে কোনও রাজ্যে সঠিকভাবে নির্বাচিত পঞ্চায়েতের বিভিন্ন এলাকার গবীর মানুষ যারা পশ্চিমবঙ্গে রয়েছে তাদের সঠিকভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কেন্দ্র থেকে ৬৪ বার পর্যবেক্ষক দল গিয়ে সঠিক জবাব দিয়েছে। তা সত্ত্বেও সেই পঞ্চায়েতের গবীর মানুষদের প্রায় ৭ হাজার কোটি টাকা কেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিচ্ছে না।
আরও পড়ুন: বাঘ দিবসে মাথা ব্যথা বেলাগাম চোরাচালান: অভিযুক্ত ‘পোষা-বাঘ’
এদিন অবশ্য তৃণমূল সাংসদের প্রশ্নে কোনও জবাব লোকসভায় দিতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন থেকে গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
–
–
–
–
–
–
–
–
–
–