একের পর এক পদক্ষেপে বাধা হয়ে দাঁড়িয়েছে ওবিসি সংরক্ষণ ইস্যু। বিরোধীদের একের পর এক মামলায় একদিকে যেমন স্থগিত হয়ে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। অন্যদিকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ফল প্রকাশের মতো শিক্ষার ধাপগুলিতেও বাধা ওবিসি (OBC reservation) জট। একইভাবে আটকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ। ফলে রাজ্যের একটি বড় অংশের পড়ুয়ারা চূড়ান্ত আশঙ্কার মধ্যে। সেই আশঙ্কা থেকে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন এক অভিভাবক। সেই মামলায় রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (West Bengal Joint Entrance Board) রিপোর্ট তলব করল আদালত।
আরও পড়ুন: অপেক্ষা কমিশনের ভোটার তালিকার: বিপুল নাম বাদ গেলেই হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের
এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি। ফলে আদৌ সেই ফল প্রকাশ সম্ভব কিনা, বা তা কতদিনে প্রকাশ সম্ভব, তা নিয়ে দায়ের হয় মামলা। কলকাতা হাই কোর্টের বিচারপতি সুজয় পালের বেঞ্চে এই মামলায় বোর্ডের (WBJEB) তরফ থেকে জানানো হয়, ওবিসি সংরক্ষণ (OBC reservation) তালিকা নিয়ে মামলা চলায় ফলাফল আটকে রয়েছে। এই মামলায় মঙ্গলবার আদালত রাজ্য ও বোর্ড উভয়ের রিপোর্ট বৃহস্পতিবার তলব করেছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–