Wednesday, July 30, 2025

পঞ্চম টেস্টে কী হবে ভারতীয় দলের প্রথম একাদশ। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে রয়েছে। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) খেলা ঘিরে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় ভারতীয় দলের প্রথম একাদশে খেলার জন্য উঠে আসছে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) নাম। শোনা যাচ্ছে এই টেস্টে নাকি তাঁকে খেলানোর একটা পরিকল্পনা করেছে ভারতীয় দল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

এখনও পর্যন্ত সিরিজে একটিও টেস্টে খেলেননি কুলদীপ যাদব (Kuldeep Yadav)। রিজার্ভ বেঞ্চেই ছিলেন তিনি। তাঁকে নিয়েই চলছিল জোর জল্পনা। শোনা যাচ্ছে ওভাল টেস্টে বুমরার ধোঁয়াশার মাঝেই তাঁকে খেলাতে চলেছে ভারতীয় দল। কারণ টেস্ট জেতার জন্য এই টেস্টে ২০ উইকেট তুলতে চাইছে টিম ইন্ডিয়া। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

তবে চতুর্থ টেস্টের পরই বাকি পেসারদের ফিট হওয়ার কথা শোনা গিয়েছিল। মহম্মদ সিরাজের সঙ্গে এই ম্যাচেই ফিরতে পারেন আকাশদীপ। তিনি নাকি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া বুমরা যদি না খেলেন সেই জায়গায় কে খেলবেন তা নিয়েও একটা আলোচনা চলছে। অর্শদীপ সিং নাকি প্রসিদ্ধ কৃষ্ণা কাকে খেলানো হবে এই নিয়েই এখন জোর জল্পনা। শেষপর্যন্ত ভারতের প্রথম একাদশ কেমন হয় সেটাই দেখার।

Related articles

মোহনবাগান সচিব, সভাপতির কাছে জোড়া অনুরোধ ক্রীড়ামন্ত্রীর

মঙ্গলবার মোহনবাগান(Mohunbagan) দিবস উপলক্ষে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ছিল সাজো সাজো রব। চাঁদের হাট বসেছিল সেখানে। উপস্থিত ছিলেন রাজ্যের...

পাক হামলা নিন্দায় চুপ বিশ্ব, প্রশ্ন তুলেছিলেন অভিষেক, সুর মিলিয়ে মোদিকে বিঁধলেন রাহুল 

পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হানার পর সন্ত্রাসবাদ বিরোধী বার্তা দিয়ে সরব হয়েছে গোটা দেশ। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে নিয়ে...

কেউ অপারেশন বন্ধ করতে বলেনি: ট্রাম্পের নাম নিলেন না মোদি, প্রশ্ন তৃণমূলের

ট্রাম্পের নাম শুনলে নরেন্দ্র মোদির উচ্চতা ও বুকের ছাতি কমে যায়। সংসদে দাঁড়িয়ে এই প্রশ্ন সোমবার তুলেছিলেন তৃণমূল...

বাংলা বললেই বাংলাদেশি? বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ

সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাংলাভাষী মানুষদের উপর যে হারে আক্রমণ, অত্যাচার ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছে, তা...
Exit mobile version