Saturday, December 6, 2025

সত্যি-মিথ্যা প্রমাণ হয়ে যাবে: শিশু নিগ্রহ নিয়ে নাম না করে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

দিল্লিতে কাজ করতে গিয়ে আক্রন্ত বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের। মা ও শিশুকে নির্মম ভাবে মারার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তীব্র প্রতিবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তার পাল্টা দিল্লি পুলিশের (Delhi Police) DSP (পূর্ব) অভিষেক ধনিয়া বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। কিন্তু মঙ্গলবার ইলামবাজারের পরিষেবা প্রদান মঞ্চ থেকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে তিনি বলেন, “কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।”

অভিষেক ধনিয়া সাংবাদিক বৈঠকে জানান, স্যোশাল মিডিয়ায় পোস্ট করতেই তদন্ত শুরু হয়। ভিডিওতে থাকা মহিলার পরিচয় জানতে তাঁর বাড়িতে যান তদন্তকারীরা। মহিলা অভিযোগ করেন, ২৬ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ সাদা পোশাকে দিল্লি পুলিশের চার কর্মী বাড়ি এসে ২৫ হাজার টাকা দাবি করেন। না দেওয়া মারধর করা হয়। দিল্লি পুলিশের (Delhi Police) দাবি, মহিলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করে পুলিশ। পুলিশের অভিযোগ, ওই মহিলা নাকি স্বীকার করেছেন, মালদহে তাঁর এক আত্মীয়ের কথাতেই তিনি ওই ভিডিও তৈরি করেন।

এই নিয়ে এদিন নাম না-করে দিল্লি পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, “আমি কালকে ওই বাচ্চাটার কথা বলেছিলাম। একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকেই মিটিংয়ে বলেছিলাম। রেকর্ড চেক করুন। বলেছিলাম ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। আমরা চাইব, তাঁরা যাতে ফিরে আসেন। আর কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।”

spot_img

Related articles

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...

বাস্তবিক সর্বধর্ম সমন্বয়ের বার্তা: মেয়ো রোড থেকে বিভাজনের বিরুদ্ধে সরব তৃণমূল

দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ৬ ডিসেম্বর। প্রতিবছর বাংলার শাসকদল তৃণমূলের তরফে এই দিনটি সংহতি দিবস হিসাবে সম্প্রীতি...