দিল্লিতে কাজ করতে গিয়ে আক্রন্ত বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের। মা ও শিশুকে নির্মম ভাবে মারার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তীব্র প্রতিবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তার পাল্টা দিল্লি পুলিশের (Delhi Police) DSP (পূর্ব) অভিষেক ধনিয়া বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। কিন্তু মঙ্গলবার ইলামবাজারের পরিষেবা প্রদান মঞ্চ থেকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে তিনি বলেন, “কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।”

অভিষেক ধনিয়া সাংবাদিক বৈঠকে জানান, স্যোশাল মিডিয়ায় পোস্ট করতেই তদন্ত শুরু হয়। ভিডিওতে থাকা মহিলার পরিচয় জানতে তাঁর বাড়িতে যান তদন্তকারীরা। মহিলা অভিযোগ করেন, ২৬ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ সাদা পোশাকে দিল্লি পুলিশের চার কর্মী বাড়ি এসে ২৫ হাজার টাকা দাবি করেন। না দেওয়া মারধর করা হয়। দিল্লি পুলিশের (Delhi Police) দাবি, মহিলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করে পুলিশ। পুলিশের অভিযোগ, ওই মহিলা নাকি স্বীকার করেছেন, মালদহে তাঁর এক আত্মীয়ের কথাতেই তিনি ওই ভিডিও তৈরি করেন।

এই নিয়ে এদিন নাম না-করে দিল্লি পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, “আমি কালকে ওই বাচ্চাটার কথা বলেছিলাম। একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকেই মিটিংয়ে বলেছিলাম। রেকর্ড চেক করুন। বলেছিলাম ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। আমরা চাইব, তাঁরা যাতে ফিরে আসেন। আর কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।”

–

–

–

–

–

–

–

–
–
–