সত্যি-মিথ্যা প্রমাণ হয়ে যাবে: শিশু নিগ্রহ নিয়ে নাম না করে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

দিল্লিতে কাজ করতে গিয়ে আক্রন্ত বাঙালি পরিযায়ী শ্রমিক পরিবারের। মা ও শিশুকে নির্মম ভাবে মারার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় পোস্ট করে তীব্র প্রতিবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তার পাল্টা দিল্লি পুলিশের (Delhi Police) DSP (পূর্ব) অভিষেক ধনিয়া বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। কিন্তু মঙ্গলবার ইলামবাজারের পরিষেবা প্রদান মঞ্চ থেকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে তিনি বলেন, “কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।”

অভিষেক ধনিয়া সাংবাদিক বৈঠকে জানান, স্যোশাল মিডিয়ায় পোস্ট করতেই তদন্ত শুরু হয়। ভিডিওতে থাকা মহিলার পরিচয় জানতে তাঁর বাড়িতে যান তদন্তকারীরা। মহিলা অভিযোগ করেন, ২৬ জুলাই রাত সাড়ে ১০টা নাগাদ সাদা পোশাকে দিল্লি পুলিশের চার কর্মী বাড়ি এসে ২৫ হাজার টাকা দাবি করেন। না দেওয়া মারধর করা হয়। দিল্লি পুলিশের (Delhi Police) দাবি, মহিলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করে পুলিশ। পুলিশের অভিযোগ, ওই মহিলা নাকি স্বীকার করেছেন, মালদহে তাঁর এক আত্মীয়ের কথাতেই তিনি ওই ভিডিও তৈরি করেন।

এই নিয়ে এদিন নাম না-করে দিল্লি পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন বাংলার মুখ্যমন্ত্রী। বলেন, “আমি কালকে ওই বাচ্চাটার কথা বলেছিলাম। একটার পর একটা থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে। আমি কালকেই মিটিংয়ে বলেছিলাম। রেকর্ড চেক করুন। বলেছিলাম ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। আমরা চাইব, তাঁরা যাতে ফিরে আসেন। আর কে সত্যি, কে মিথ্যা তা প্রমাণ হয়ে যাবে।”

spot_img

Related articles

আসানসোলে চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, জানালো ঘাসফুল শিবির

আসানসোলে প্রায় ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে 'তৃণমূল নেতা'র নাম জড়িয়ে যে ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা...

বোনের কাছে ভাইফোঁটা শোভনদেবের, টলিনায়িকারা ফোঁটা দিলেন অরূপকে

বাংলা জুড়ে আজ উৎসবের আমেজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মাতলেন ভাইফোঁটা উদযাপনে। সকাল গড়িয়ে বিকেল তবু এখনও...

প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ, ভাইফোঁটার সকালে মিলল যুবকের দেহ

প্রতিমা বিসর্জনে গিয়ে আর ঘরে ফেরেনি যুবক। দেহ (dead body) উদ্ধার হল ভাইফোঁটার সকালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪...

দমদমে বন্ধুকে পেট্রোল দিয়ে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ!

কালীপুজোর প্রতিমা নিরঞ্জন (Kalipuja Immersion) সেরে ফেরার পথে বন্ধুদের মধ্যে বচসা থেকে খুনের চেষ্টা, মারাত্মক অভিযোগ উঠছে দমদমের...