প্রবল বর্ষার জেরে ফের ভেঙে পড়ল কলকাতার (Kolkata) একাধিক পুরনো বাড়ি। মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে মুচিপাড়া ও নারকেলডাঙায় বাড়ি ধসে পড়ার (building collapse) খবর এসেছে। শহরের একাংশে আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনার জেরে। প্রাণহানির ঘটনা না ঘটলেও এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে মুচিপাড়ার ৭, রাজকুমার বসু রোডে। দুপুর তিনটে নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে বাড়িটির দোতলার বারান্দা ও বিশাল একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাশের রাস্তায়। ঠিক সেই সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ম্যাটাডোর গাড়ির উপর ধসের অংশ এসে পড়ে, ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গত এক সপ্তাহ ধরেই বাড়িটি ভাঙা হচ্ছিল প্রোমোটিংয়ের উদ্দেশ্যে। কোনওরকম সতর্কতা বা নিরাপত্তা না নিয়ে ভাঙার কাজ চলছিল বলেই এই বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই দমকল ও কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ শুরু হয়। তল্লাশি চালিয়ে দেখা হয় কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন কি না।

এদিকে, একই দিনে যানবাজার ও নারকেলডাঙাতেও দুটি পুরনো বাড়ি আংশিক ভেঙে পড়ে। যদিও ওই দুটি ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই।

–

–

–

–

–

–

–
–
–
–
–