Saturday, January 10, 2026

নিম্নচাপ-ঘূর্ণাবর্ত জুটির লম্বা ইনিংসের আশঙ্কা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

দিন দুয়েকের বিরতি কাটিয়ে এর লম্বা ইনিংস খেলতে তৈরি মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ-ঘূর্ণাবর্ত জুটির দাপট শুরু হয়েছে সোমবার সন্ধ্যার পর থেকেই। রাত যত বেড়েছে ততই ভারী বর্ষণ (Heavy Rain) হয়েছে জেলায় জেলায়। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে ডালটনগঞ্জ, পুরুলিয়া বরাবর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগ চলবে। মঙ্গল- বুধে দক্ষিণবঙ্গের জেলায় ভারী বর্ষণ হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের পর ঝড় বৃষ্টি কমবে।হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, দিনরাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই কমবে না। তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামছে না। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।বৃহস্পতিবার থেকে উত্তরের পাঁচ জেলায় শুরু হবে ভারী বর্ষণ। রবিবার পর্যন্ত একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

spot_img

Related articles

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...