নিম্নচাপ-ঘূর্ণাবর্ত জুটির লম্বা ইনিংসের আশঙ্কা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

দিন দুয়েকের বিরতি কাটিয়ে এর লম্বা ইনিংস খেলতে তৈরি মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ-ঘূর্ণাবর্ত জুটির দাপট শুরু হয়েছে সোমবার সন্ধ্যার পর থেকেই। রাত যত বেড়েছে ততই ভারী বর্ষণ (Heavy Rain) হয়েছে জেলায় জেলায়। মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, এই মুহূর্তে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর, ঝুনঝুনু হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল ছুঁয়ে ডালটনগঞ্জ, পুরুলিয়া বরাবর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বৃষ্টির জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগ চলবে। মঙ্গল- বুধে দক্ষিণবঙ্গের জেলায় ভারী বর্ষণ হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারের পর ঝড় বৃষ্টি কমবে।হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, দিনরাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি এখনই কমবে না। তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ থামছে না। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।বৃহস্পতিবার থেকে উত্তরের পাঁচ জেলায় শুরু হবে ভারী বর্ষণ। রবিবার পর্যন্ত একাধিক জেলায় একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...

নবমী থেকেই বাড়বে বৃষ্টি: এক সপ্তাহের পূর্বাভাস শোনালো আবহাওয়া দফতর

আগে যেমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর, তার ব্যতিক্রম হল না মহাপঞ্চমীর পূর্বাভাসে। আপাতত নবমী পর্যন্ত যেভাবে মেঘ-বৃষ্টিকে সঙ্গী...