USEL-এর চেয়ারম্যানের লগ্নির প্রস্তাবকে স্বাগত জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সিঙ্গাপুর সফরে চন্দ্রবাবু নাইডু বৈঠক করেন Universal Success Enterprises (USEL)-এর চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের (Prasun Mukharjee) সঙ্গে। বৈঠকে অন্ধ্রপ্রদেশে একাধিক পরিকাঠামোগত প্রকল্পে লগ্নির আগ্রহ প্রকাশ করেন তিনি।
USEL অন্ধ্রপ্রদেশে লজিস্টিক পার্ক, ডেটা সেন্টার, বিজনেস পার্ক এবং পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ করতে চায় — যা কেবল কনজাম্পশন নয়, বাণিজ্যিক সরবরাহ ক্ষেত্রেও ব্যবহৃত হবে। প্রসূনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যে এই ধরনের বিনিয়োগ রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”
বাঙালি শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা Universal Success Enterprises ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে মেগা টাউনশিপ, ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক পার্ক, আইটি ও বিজনেস পার্ক, কয়লা খনি, হসপিটালিটি এবং নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে বিনিয়োগ করছে। নয়া বিনিয়োগের মধ্যে ভারত-সিঙ্গাপুর দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–