১৫-১৬ বছর ধরে ভারতীয় পরিচয়ে আত্মগোপন করেছিলেন এক বাংলাদেশি নাগরিক। দুই দেশের ভোটার কার্ড রাখার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার পুলিশ গ্রেফতার করল আকবর আলী মোল্লা নামের এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন বুধবার তাঁকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।

তদন্তে জানা গেছে, অভিযুক্তের আসল নাম মহম্মদ আকবর আলি গাজী। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি ভোটার কার্ড (Voter Card) উদ্ধার হয়েছে, যেখানে তাঁর নাম উল্লেখ রয়েছে গাজী পদবিতে। অথচ ভারতে তিনি আকবর আলি মোল্লা নামে দীর্ঘদিন বসবাস করছিলেন এবং স্থানীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভোটার তালিকায় নাম তোলেন বলেই অভিযোগ।

পুলিশ এই ঘটনার পিছনে থাকা সমস্ত তথ্য খতিয়ে দেখছে। কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন, কে বা কারা তাঁকে সাহায্য করেছিল, কীভাবে পরিচয়পত্র তৈরি করেছিলেন— এইসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। গোটা ঘটনার পেছনে কোনও বৃহত্তর চক্র কাজ করছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির প্রশ্নে ফের একবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকা। আরও পড়ুনঃ ইন্দো-সিঙ্গাপুর লগ্নিতে নতুন দিশা: USEL-এর চেয়ারম্যান প্রসূনের লগ্নির প্রস্তাবকে স্বাগত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর

–

–

–

–

–

–

–
–
–
–
–