বগটুই গণহত্যা মামলায় ফের নতুন মোড়। এবার বীরভূম থেকে মামলা সরানোর আবেদন জানাল সিবিআই। অভিযোগ, স্থানীয় সাক্ষীরা ভয় পাচ্ছেন, খোলাখুলি কথা বলতে পারছেন না।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার আবেদনপত্র জমা দিয়েছে সিবিআই। সেখানে তারা স্পষ্ট জানিয়েছে, মামলাটি যেন অন্য কোনও জেলার আদালতে স্থানান্তর করা হয়। আদালত সূত্রে খবর, আগামী ৪ অগস্ট সোমবার এই আবেদনের শুনানি হতে পারে।
২০২২ সালের ২১ মার্চ রাত। রামপুরহাট থানার অন্তর্গত বগটুই মোড়ে বোমা হামলায় খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ। সেই ঘটনার প্রতিশোধেই, অভিযোগ, তাঁর অনুগামীরা বগটুই গ্রামে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুড়ে মৃত্যু হয় দশজনের, যাঁদের অধিকাংশই মহিলা ও শিশু। তদন্তভার নেয় সিবিআই। একাধিকবার গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের পর সিবিআই প্রথম দফায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।
কিন্তু মামলা চলাকালীনই সামনে আসে আরও জটিলতা। একাধিক সাক্ষী জানিয়েছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে তাঁদের থেকে সঠিক তথ্য উঠে আসছে না বলে মনে করছে তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই বীরভূমের বাইরে মামলাটি সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন – অভিনব উদ্যোগ! রাখিবন্ধন উৎসবে সাড়ে ৬ লক্ষ পরিবেশবান্ধব রাখি বিলি করবে রাজ্য
_
_
_
_
_
_
_
_
_
_