আসন্ন রাখি বন্ধনের উৎসবকে সামনে রেখে রাজ্যজুড়ে এক অভিনব উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের তত্ত্বাবধানে এই বছর ৬ লক্ষ ৬০ হাজারেরও বেশি পরিবেশবান্ধব রাখি বিলি করবে রাজ্য সরকার। রাখিগুলি তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের কালনায়, রাজ্যের একমাত্র সরকারি স্বীকৃত রাখি ক্লাস্টার – ‘কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি’-তে।
এই রাখিগুলি তৈরি হচ্ছে পাট, তুলো এবং দেশি সুতো দিয়ে, সূক্ষ্ম হাতে করা কারুকার্য দিয়ে সাজানো। বিশ্ব বাংলা থিমে বিশেষভাবে নকশা করা হয়েছে প্রতিটি রাখি। রাজ্য সরকারের পাশাপাশি দিল্লি, গুজরাত, তামিলনাড়ু, ওড়িশা প্রভৃতি রাজ্য থেকেও এই রাখির বিপুল চাহিদা আসছে বলে জানিয়েছেন বস্ত্র দফতরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, “এই শিল্পে স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা জড়িয়ে পড়েছেন। তাঁরা আগে খুব কম পারিশ্রমিকে কাজ করতেন। রাজ্য সরকার তাঁদের সম্মানজনক আয় ও প্রশিক্ষণের সুযোগ করে দিতেই ক্লাস্টার গড়ে তোলে। আজ সেই সিদ্ধান্তের সুফল ঘরে ঘরে পৌঁছচ্ছে।”
উল্লেখ্য, এই ক্লাস্টার তৈরির জন্য রাজ্য সরকার প্রায় ৯৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। তৈরি করা হয়েছে ডিজাইন সেন্টার, কমন ফেসিলিটি সেন্টার ও প্রয়োজনীয় যন্ত্রপাতি। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে এখানকার শিল্পীদের দক্ষতা বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালির কারুকার্যে তৈরি রাখির ক্রমবর্ধমান চাহিদা রাজ্যের গর্ব। শিল্পীদের মুখে হাসি, রাজ্যের হাতে সম্মান। উৎসবের আবহে রাখি শুধু সম্পর্কের বন্ধনই নয়, হয়ে উঠছে আর্থিক স্বনির্ভরতার প্রতীক।
আরও পড়ুন – সরকারি কর্মীদের জন্য সুখবর! করম পুজোয় পূর্ণ ছুটি ঘোষণা রাজ্যের
_
_
_
_
_
_
_
_
_
_
_