Friday, November 21, 2025

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর, কয়েক ঘণ্টার মধ্যে ইন্দাসে চুরির কিনারা পুলিশের

Date:

Share post:

সিসিটিভি (CCTV) ফুটেজকে হাতিয়ার করে কয়েক ঘণ্টার মধ্যে বড়সড় চুরির রহস্য ভেদ করল ইন্দাস থানার পুলিশবাঁকুড়া (Bankura) জেলার ইন্দাস থানার ভাটপুকুর বাজারে একটি সোনার গহনার দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্ত সহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করেছে চুরি যাওয়া রুপোর (Silver) গহনার একটি বড় অংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অন্যান্য দিনের মতোই ভাটপুকুর বাজারে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান ব্যবসায়ী শান্তনু দে। মঙ্গলবার সকালে দোকান খুলতেই চমকে ওঠেন তিনি। দেখা যায়, রাতের অন্ধকারে দোকানের পেছনের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে রুপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা।

খবর পেয়ে আকুই ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার রাতেই শেখ মনিরুল ওরফে রোমিও নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া গহনা কেনার অভিযোগে বামনিয়া বাজারের এক সোনা ব্যবসায়ীকেও আটক করে পুলিশ। তার দোকান থেকেই চুরি যাওয়া গহনার একটি বড় অংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে

বুধবার ধৃত দু’জনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এই বিষয়ে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ভাটপুকুরের সোনার গহনার দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি চোরাই সামগ্রী কেনার অভিযোগে আরেক স্বর্ণ ব্যবসায়ীকেও ধরা হয়েছে। তদন্ত এখনও চলছে। প্রয়োজনে আরও কয়েকজন গ্রেফতার হতে পারে।আরও পড়ুন: ২ দেশের ভোটার কার্ড! ক্যানিং-এ ধৃত বাংলাদেশি নাগরিক

spot_img

Related articles

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...

বিজেপির দ্বিচারিতা! ছাব্বিশে হাতেনাতে শাস্তি দেবে বাংলা, শাহকে কড়া জবাব তৃণমূলের

বিজেপির দ্বিচারিতা ধরে ফেলেছে বাংলার মানুষ। এবার বাংলা-বিরোধী দলকে হাতেনাতে শাস্তি দিতে তৈরি তারা। ২০২৬-এই বিজেপি পাবে যোগ্য...