Friday, November 7, 2025

২ দেশের ভোটার কার্ড! ক্যানিং-এ ধৃত বাংলাদেশি নাগরিক

Date:

Share post:

১৫-১৬ বছর ধরে ভারতীয় পরিচয়ে আত্মগোপন করেছিলেন এক বাংলাদেশি নাগরিক। দুই দেশের ভোটার কার্ড রাখার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার পুলিশ গ্রেফতার করল আকবর আলী মোল্লা নামের এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ায় দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন বুধবার তাঁকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।

তদন্তে জানা গেছে, অভিযুক্তের আসল নাম মহম্মদ আকবর আলি গাজী। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি ভোটার কার্ড (Voter Card) উদ্ধার হয়েছে, যেখানে তাঁর নাম উল্লেখ রয়েছে গাজী পদবিতে। অথচ ভারতে তিনি আকবর আলি মোল্লা নামে দীর্ঘদিন বসবাস করছিলেন এবং স্থানীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভোটার তালিকায় নাম তোলেন বলেই অভিযোগ।

পুলিশ এই ঘটনার পিছনে থাকা সমস্ত তথ্য খতিয়ে দেখছে। কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন, কে বা কারা তাঁকে সাহায্য করেছিল, কীভাবে পরিচয়পত্র তৈরি করেছিলেন— এইসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। ধৃতকে বুধবার আলিপুর আদালতে তুলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। গোটা ঘটনার পেছনে কোনও বৃহত্তর চক্র কাজ করছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির প্রশ্নে ফের একবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ভূমিকা। আরও পড়ুনঃ ইন্দো-সিঙ্গাপুর লগ্নিতে নতুন দিশা: USEL-এর চেয়ারম্যান প্রসূনের লগ্নির প্রস্তাবকে স্বাগত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...