জনসাধারণ যে মা-মাটি-মানুষের সঙ্গেই আছেন ফের তার প্রমাণ মিলল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সন্দেশখালিতে সমবায় নির্বাচনে ৯টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। ৯টির মধ্যে একটি আসনেও বিরোধীরা প্রার্থী দিতে পারেনি।
বুধবার নির্বাচন ছিল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু-নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উত্তরহাটগাছি সমবায়ে। এই সমবায়ের ৯টি আসনে একটিতেও বিজেপি-সহ বাম ও কংগ্রেস কেউই কোনও প্রার্থী দিতে পারেনি। ফলে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল।
আরও পড়ুন – বর্ধমান সংশোধনাগারে বিচারাধীন যুবকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের
_
_
_
_
_
_
_
_
_
_
_
_