বাংলাভাষীদের উপর ডবলইঞ্জিন সরকারের রাজ্যে অত্যাচার, এসআইআর চালু করে বৈধ ভোটারদের নাম কাটার বিজেপির ষড়যন্ত্র। এর প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূলের আন্দোলন। সংসদে তৃণমূল সাংসদদের ধর্না-বিক্ষোভ প্রদর্শন। এসবের মধ্যেই ৮ অগাস্ট বিকেল চারটেয় ভার্চুয়াল বৈঠক ডাকলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
বৈঠকে থাকবেন-
সংসদ, বিধায়ক কাউন্সিলর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির নির্বাচিত জনপ্রতিনিধিরা
রাজ্যসভার সাংসদরা
পুরসভার মেয়র, ডেপুটি-মেয়র, চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান
সাংগঠনিক নেতৃত্ব- রাজ্য সভাপতি (মাদার এবং সকল ফ্রন্টাল)
রাজ্য কমিটি
জেলা সভাপতি- মাদার এবং সকল ফ্রন্টাল (WBCUPA, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক ব্যতীত)
জেলা চেয়ারম্যান- মাদার
কলকাতা পুরসভার সভার সব প্রতিনিধি
কলকাতা পুরসভার সব ওয়ার্ডের মাদার প্রেসিডেন্ট
৮ অগাস্ট বৈঠক শুরুর আগে তিনটে নাগাদ সবার কাছে লিংক পাঠানো হবে। চারটে থেকে শুরু হবে বৈঠক। একুশ জুলাই-এর পরে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) কী বার্তা দেন সেদিকে তাকিয়ে দলীয় নেতৃত্ব।
–
‘
‘
–
–
–
–
–
–
‘
–