অবৈধ ভোটার বাদ দিবার নাম করে যেন বৈধ ভোটার বাদ না পড়ে। এটাই অবস্থান রাজ্যের। ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের কোনও আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসাবশত বৈধ ভোটারদের বাদ দেওয়া চক্রান্ত যেন না চলে। রাজ্যের এই অবস্থানের মধ্যেই বিএলও নিয়োগের নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
শুধু বিহার নয়, সারাদেশেই নিবিড় ভোটার তালিকা সংশোধন হবে- আগেই জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নতুন নির্দেশিকা জারি করল কমিশন। SIR-এর জন্য সমস্ত রাজ্যে BLO, AERO এবং সুপারভাইজার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের একটা বড় সংখ্যক বুথে বিএলও নিয়োগ করা যায়নি। বুথের সংখ্যা বেড়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। এবার প্রত্যেকটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ১২০০ ভোটার থাকবে। সমস্ত রাজ্যগুলি যেখানে ERO, AERO, BLO এবং সুপারভাইজারদের শূন্য পদ রয়েছে সেগুলিকে দ্রুত পূরণ করতে হবে। একক ভোট কেন্দ্রে ১২০০ ভোটার থাকলে অতিরিক্ত BLO নিয়োগ করতে হবে।
স্পষ্ট অবস্থানে নেওয়া হয়েছে রাজ্যের তরফে। জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন, অবৈধ ভোটার বাদ-এর কোনওটাতেই তাদের আপত্তি নেই। কিন্তু এসবের ছুতোয় কোনওভাবেই বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না।
_
_
_
_
_
_
_
_
_
_