Saturday, August 23, 2025

অগাস্টে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, নবান্নের বৈঠকে ত্রিস্তরীয় বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অগাস্টের শুরুতেই রাজ্য জুড়ে চালু হতে চলেছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। তার আগে বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। বৈঠকে তিনটি বিষয়ে জোর দিয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব মনোজ পন্থ জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ দেন—ভিনরাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসন, বর্ষা ঘিরে ডেঙ্গি ও বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং পাড়াভিত্তিক পরিষেবা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৈঠকের প্রথমার্ধে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন এবং জেলার কর্তা ব্যক্তিদের উদ্দেশে তিনটি স্পষ্ট বার্তা দেন। প্রথমত, ভিন রাজ্য থেকে যারা সমস্যায় পড়ে রাজ্যে ফিরছেন, সেই পরিযায়ী শ্রমিকদের যাতে খাবার, আশ্রয় বা প্রাথমিক সুরক্ষা নিয়ে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলিকে চিহ্নিত করে দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, চলতি ভোটার তালিকা সংশোধনের কাজে যেন কোনও প্রকৃত ভোটার বাদ না পড়েন, তা নিশ্চিত করতে জোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই কাজে রাজনৈতিক পক্ষপাত যেন না ঘটে। তৃণমূল হোক বা বিরোধী—সমস্ত দলের সঙ্গে আলোচনা করে স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ শেষ করতে হবে।

তৃতীয়ত, রাজ্যের যেসব জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানকার মানুষের কাছে যাতে সরকারি ত্রাণ ও পরিষেবা পৌঁছয়, সেই বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সীমান্তবর্তী ব্লকগুলিতে আলাদা করে নজর রাখারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি নিয়ে বিশদে আলোচনা হয়। প্রতিটি পঞ্চায়েত ও পুরসভার আওতায় ক্যাম্প বসানোর নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কোথায় ক্যাম্প হবে, কী ধরনের পরিষেবা দেওয়া হবে এবং কোন দপ্তরের কী ভূমিকা থাকবে—সব কিছু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রশাসনিক স্তরে। লক্ষ্য একটাই—নাগরিক পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

তবে এদিনের বৈঠক শুধুই এই কর্মসূচির গণ্ডিতে আটকে থাকেনি। বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গি এবং বন্যার ঝুঁকি নিয়ে বাড়তি সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুর জেলায় নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। তিস্তার জলস্ফীতিতে প্লাবনপ্রবণ এলাকাগুলিতে আগাম সর্তকতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত করা এবং নদীবাঁধের পরিস্থিতির উপর নজর রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব দুষ্মন্ত নারিয়ালাকে।

ডেঙ্গি পরিস্থিতি নিয়েও এদিন ফের উঠে আসে উদ্বেগের সুর। কলকাতা-সহ একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই হাজার ছাড়িয়েছে। বুধবারই এই সংক্রান্ত আলাদা বৈঠক করেছিলেন মুখ্যসচিব। বৃহস্পতিবারের বৈঠকেও পুরসভা, পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তরের মধ্যে যৌথ সমন্বয়ের উপর জোর দেওয়া হয়। পুরসভাগুলিকে বলা হয়েছে, দ্রুত নিকাশি নালা পরিষ্কার, জল জমে থাকার এলাকা শনাক্তকরণ এবং জঞ্জাল অপসারণের কাজ জোরদার করতে হবে।

সবমিলিয়ে রাজ্য সরকারের স্পষ্ট বার্তা—মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দাও, আর সংক্রমণ ও দুর্যোগের মোকাবিলায় কোনও গাফিলতি নয়। অগস্টের শুরুতেই মাঠে নামছে প্রশাসন, নজর থাকবে জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত।

আরও পড়ুন – বর্ষা বাড়তেই রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্ত! নবান্নে জরুরি বৈঠক মুখ্যসচিবের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...