তৃণমূল সুপ্রিমোর প্রস্তাবে সিলমোহর: আগামী সপ্তাহে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি I.N.D.I.A.-র

Date:

Share post:

SIR প্রত্যাহারের দাবিতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও করবে বিরোধী শিবির৷ আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার করা হবে এই ঘেরাও কর্মসূচি৷ তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রস্তাব মতোই I.N.D.I.A. এই ঘেরাও কর্মসূচি পালন করবে৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও SIR প্রত্যাহারের দাবিতে সংসদ উত্তাল করে রাখে বিরোধী শিবির৷

লোকসভা ও রাজ্যসভা দুটি কক্ষেই SIR ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে একাধিক নোটিশ দেন তৃণমূল সাংসদরা। এই নোটিশ খারিজ হয়ে গেলে, সংসদ চত্বরে ধর্না দেন তৃণমূল সাংসদ-সহ বিরোধী শিবিরের সাংসদরা৷ ছিলেন সাংসদ মালা রায়, শতাব্দী রায়, মৌসম নূর, নাদিমূল হক, ডেরেক ও ব্রায়ান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, মিতালী বাগ, বাপি হালদার, দোলা সেন, সাগরিকা ঘোষ, প্রমুখ৷ তাঁদের হাতে ছিল পোস্টার- “চুপি চুপি ভোটে কারচুপি বন্ধ করো”। কোনওভাবেই এই ইস্যুতে সুর নরম করবেন না জানিয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, ”মোদি হ্যায় তো মুমকিন হ্যায় এটা চলতে দেবো না আমরা। এসআইআর-র নামে সরকারকে এনআরসি করতে দেব না৷ সাধারণ মানুষের ভোটাধিকার কাড়তে দেব না৷”  আগামী দিনেও সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ দেখাবে বিরোধী শিবির, যেখানে সব ভাষাতে তৈরি করা হবে পোস্টার৷

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম SIR-এর নামে বিজেপির ভোট চুরির বিরুদ্ধে সরব হয়েছিলেন৷ ভোটার তালিকার নিবিড় সংশোধনের নাম দিয়ে আসলে মোদি সরকার বিরোধী ভোটারদের চিহ্নিত করে তাঁদের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। বিজেপির অঙ্গুলিহেলনে পরিচালিত জাতীয় নির্বাচন কমিশন- অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী৷ এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করার ডাকও দেন তিনি৷ তাঁরই নির্দেশিত পথেই সংসদের চলতি বাদল অধিবেশনে সভাকক্ষের ভিতরে ও বাইরে প্রতিবাদে মুখর হয়েছেন তৃণমূল সাংসদরা৷ তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বিরোধী শিবিরের সাংসদরাও৷

অপারেশন সিন্দুর এবং মণিপুরের পরিস্থিতির ইস্যু দুটির মতো এসআইআর নিয়ে সংসদের চলতি অধিবেশনে আলোচনা করতেই হবে, দাবিতে অনড় বিরোধী শিবির (I.N.D.I.A.)৷ এবার তৃণমূল সুপ্রিমোর দেখানো পথে হেঁটেই আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাও করার পরিকল্পনা করছে বিরোধী শিবির। সংসদীয় সূত্রের দাবি, তৃণমূল নেত্রীর নির্দেশিত পথে হেঁটে গণ-আন্দোলন করা হলে কেন্দ্রীয় সরকার মাথা নত করতে বাধ্য হবেই, এটা মেনে নিয়েই করা হচ্ছে নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচি, এমনই দাবি বিরোধী শিবির সূত্রের৷
আরও খবরভাষা সন্ত্রাসের বিরুদ্ধে এবার জঙ্গলমহলে প্রতিবাদ মিছিল বাংলার মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

লাদাখের কণ্ঠরোধে বল প্রয়োগ: সোনমকে পাঠানো হল যোধপুর জেলে, শহরে বন্ধ ইন্টারনেট

আন্দোলনের অন্যতম চালক পরিবেশকর্মী সোনম ওয়াংচুকে (Sonam Wangchuk) গ্রেফতার করলেই ক্ষোভ ছড়িয়ে পড়বে, আন্দাজ করেছিল অমিত শাহের (Amit...

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায়...

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

খোলেনি দেশপ্রিয় পার্ক: চতুর্থীতেই শহর থেকে গ্রামে পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল

সকাল হোক বা বিকেল, ট্রেন হোক বা বাস, শহর হোক বা গ্রাম। দুর্গাপুজোর চতুর্থীতেই বাঙালি প্রমাণ করে দিল...