Thursday, January 15, 2026

ওভাল টেস্টে নামার আগেই বিতর্ক শুরু

Date:

Share post:

ওভাল টেস্টে (Oval Test) নামার আগেই আম্পায়ারের (Match Umpires) বিরুদ্ধে বল বিতর্কের অভিযোগ ভারতীয় দলের (India Team)। আর তাতেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। লর্ডস টেস্টে ভারতীয় দল দুরন্ত কামব্যাক করলেও, সেখানে কিন্তু শুভমন গিলদের (Shubman Gill) অভিযোগের কাঠগড়ায় ম্যাচের আম্পায়াররাই। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে এই বিল বিতর্কের জের যে বেশ দূর পর্যন্ত যাবে তা বলাই যায়।

আম্পায়ারের বিরুদ্ধে কার্যত নিয়ম ভঙ্গেরই অভিযোগ তোলা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের (India Team) তরফে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে বোলিং করার সময়ই ঘটে সেই ঘটনা। সেই সময় ভারতীয় দল সদ্য ১০ ওভার বোলিং করেছিল। কিন্তু ডিউক বলের আকৃতি নষ্ট হওয়ার ফলে নতুন বল চাওয়া হয়। আর সেখানেই যত বিপত্তি। ভারতীয় শিবিরের অভিযোগ তাদের যে বল দেওয়া হয়েছল তার কন্ডিশন ৩০-৩৫ ওভারের মতো পুরনো ছিল।

কিন্তু ম্যাচের নিয়ম কিন্তু তা নয়। নিয়ম অনুযায়ী যেমন পরিস্থিতি রয়েছে বলের, সেই ধরণের বলই নাকি দিতে হবে পরিবর্তনের সময়। কিন্তু তা  দেওয়া হয়নি। আর তাতেই বেশ ক্ষুব্ধ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও পরে নাকি আম্পায়ারের তরফে জানানো হয়েছিল যে সেই একই ধরণের বল নাকি সেখানে ছিল না। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ধরণের অজুহাত শুনতে নারাজ।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে যে সেই তাদের শক্ত বল পাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। তাঁর পরিবর্তে অনেকটাই পুরনো এবং নরম বল পাওয়া গিয়েছিল। এই ঘটনা নিয়ে এখন ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...