ওভাল টেস্টে নামার আগেই বিতর্ক শুরু

Date:

Share post:

ওভাল টেস্টে (Oval Test) নামার আগেই আম্পায়ারের (Match Umpires) বিরুদ্ধে বল বিতর্কের অভিযোগ ভারতীয় দলের (India Team)। আর তাতেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। লর্ডস টেস্টে ভারতীয় দল দুরন্ত কামব্যাক করলেও, সেখানে কিন্তু শুভমন গিলদের (Shubman Gill) অভিযোগের কাঠগড়ায় ম্যাচের আম্পায়াররাই। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। তবে এই বিল বিতর্কের জের যে বেশ দূর পর্যন্ত যাবে তা বলাই যায়।

আম্পায়ারের বিরুদ্ধে কার্যত নিয়ম ভঙ্গেরই অভিযোগ তোলা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের (India Team) তরফে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে বোলিং করার সময়ই ঘটে সেই ঘটনা। সেই সময় ভারতীয় দল সদ্য ১০ ওভার বোলিং করেছিল। কিন্তু ডিউক বলের আকৃতি নষ্ট হওয়ার ফলে নতুন বল চাওয়া হয়। আর সেখানেই যত বিপত্তি। ভারতীয় শিবিরের অভিযোগ তাদের যে বল দেওয়া হয়েছল তার কন্ডিশন ৩০-৩৫ ওভারের মতো পুরনো ছিল।

কিন্তু ম্যাচের নিয়ম কিন্তু তা নয়। নিয়ম অনুযায়ী যেমন পরিস্থিতি রয়েছে বলের, সেই ধরণের বলই নাকি দিতে হবে পরিবর্তনের সময়। কিন্তু তা  দেওয়া হয়নি। আর তাতেই বেশ ক্ষুব্ধ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও পরে নাকি আম্পায়ারের তরফে জানানো হয়েছিল যে সেই একই ধরণের বল নাকি সেখানে ছিল না। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ধরণের অজুহাত শুনতে নারাজ।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে যে সেই তাদের শক্ত বল পাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। তাঁর পরিবর্তে অনেকটাই পুরনো এবং নরম বল পাওয়া গিয়েছিল। এই ঘটনা নিয়ে এখন ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

spot_img

Related articles

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...

সর্দারজির পর পুলিশ-বাইকার! বিজ্ঞাপণের চরিত্রে সুপারহিট সৌরভ

আবার দাদাগিরি মহারাজের। নিত্য নতুন লুকে চমক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কয়েকদিন আগে সর্দারজির লুকে দেখা গিয়েছিল...