অবশেষে স্বস্তি। প্রকাশ হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের ফল (Joint Entrance Result)। বৃহস্পতিবার ফল প্রকাশের দিন ঘোষণা করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপার্সন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Banerjee)। আগামী ৭ অগাস্ট রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল (Joint Entrance Result) প্রকাশ করা হবে।

সুপ্রিম কোর্টে OBC মামলার জটের জন্য আটকে ছিল এবছরের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজাল্ট। অবশেষে দিন ঘোষণা হল। ওইদিন স্নাতক স্তরে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশও হবে। এদিন সোনালী জানান, এতদিন ওবিসি মামলার জন্য ফল প্রকাশ করা যায়নি। তবে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ মিলতেই প্রস্তুতি শুরু করেছে বোর্ড।

এদিন ৩১ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত পরীক্ষার্থীরা বোর্ডের দেওয়ার লিংকে নিজেদের জাতিগত শংসাপত্র আপডেট করতে পারবে। এরপর সেই আপডেটেড তথ্য নিয়েই বোর্ড ৭ অগাস্ট ফল প্রকাশ করবে। ইতিমধ্যেই এই নিয়ে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে এসএমএস পাঠিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
আরও খবর: অমিতাভ-কিশোরের বিখ্যাত গানের ভিডিও পোস্ট করে AI ভয়েস ক্লোনিং নিয়ে সাবধানতার বার্তা কলকাতা পুলিশের

–

–

–

–
–
–

–
–
–
–
–