Sunday, November 2, 2025

দিনহাটা-মাথাভাঙার পর এবার তুফানগঞ্জ। ফের বাংলার বাসিন্দার কাছে এসআরসি-র (NRC) নোটিশ পাঠিয়ে চূড়ান্ত হেনস্থা অসম সরকারের। এবার তুফানগঞ্জের বাঁশরাজা এলাকার বাসিন্দা মোমিনা বিবির কাছে এল এনআরসি-র নোটিশ। জানা গিয়েছে, নোটিশটি অসমের ধুবুড়ি থেকে মোমিনা বিবির (Momina Bibi) কাছে এসেছে। তুফানগঞ্জের বাসিন্দা হলেও তাঁর বিয়ে হয়েছিল অসমের (Asam) আগমনি এলাকায়। প্রায় ৪৫ বছর আগে স্বামী জহির মিঞাকে নিয়ে তুফানগঞ্জে চলে আসেন মোমিনা বিবি। কিছুদিন পর বিবাহবিচ্ছেদের জেরে দ্বিতীয় বিয়ে করে সংসার পাতেন মোমিনা। বর্তমানে স্বামী ও ২ সন্তানের সঙ্গে তুফানগঞ্জে বসবাস করেন তিনি। কিন্তু গত একবছরে প্রায় তিনবার তাঁর কাছে এই নোটিশ এসেছে বলে জানা গিয়েছে।

এই ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা হওয়া সত্ত্বেও ডবল ইঞ্জিন বিজেপি সরকারের এই হেনস্থার তীব্র নিন্দা করছে তৃণমূল। তুফানগঞ্জের শালবাড়িতে মোমিনা বিবির বাড়িতে গিয়ে কথাবার্তা বলেন দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার চলছে৷ অসমের বিজেপি সরকার কোচবিহারকে ‘টার্গেট’ করেছে৷ ভোটে ফল খারাপ হবে বুঝেই এই চক্রান্ত শুরু করেছেন হিমন্ত বিশ্বশর্মা৷ আরও পড়ুনঃ বারাসতের মাদ্রাসায় বাঘ! শিক্ষকের AI ভিডিও ঘিরে আতঙ্ক 

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version