Wednesday, November 5, 2025

বারাসাত (Barasat) মাদ্রাসার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তিনটি রয়েল বেঙ্গল টাইগার (Royal Bengal tiger)! সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই আতঙ্ক ছড়াল উত্তর ২৪ পরগনা দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় উলা এলাকায়। ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি বাড়াবাড়ি হয়ে গেছে বুঝে সামাজিক মাধ্যম থেকে ভিডিওটি ডিলিট করেছেন ওই মাদ্রাসার ভূগোলের সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক।

পড়ুয়াদের শিক্ষা দিতে গিয়ে গুজব ছড়ালো মাদ্রাসা ও এলাকায়। আতঙ্কে স্কুল বিমুখী পড়ুয়ারা। উত্তর ২৪ পরগনার কদম্বগাছির উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসায় এই বাঘের আতঙ্ক ছড়িয়েছে। সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে ঝড় তোলে ভিডিওটি। দেখা যাচ্ছে,  মাদ্রাসার মধ্যে তিনটি বাঘ এ বারান্দা থেকে ও বারান্দা ছুটে পার হয়ে যাচ্ছে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই রীতিমত চিন্তইত হয়ে পড়ে অভিভাবকরা। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক বলেন, ভিডিওটি শিক্ষা প্রতিষ্ঠান ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক এআই এর মাধ্যমে তৈরি করেছে।

তবে কি উদ্দেশ্যে তিনি তৈরি করেছেন তা প্রতিষ্ঠানের কাছে স্পষ্ট নয়। অভিভাবকদের কাছে থেকে ফোন আসতেই ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করানো হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ এআই প্রযুক্তি দ্বারা নির্মিত বলে জানান তিনি। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহ শিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক বলেন, পাঠ্য বইয়ের থেকে বেরিয়ে সভ্যতার তালে তাল মিলিয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করার লক্ষ্যে এআই প্রযুক্তি কে ব্যবহার করে তিনটি বাঘ নিয়ে আসি প্রতিষ্ঠানের ফাঁকা বারান্দায় এবং ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করতে চেয়েছিলাম তারা যেগুলি সমাজ মাধ্যমে দেখছে তার সবকিছুই আদপে সত্য নয়। তবে এই প্রযুক্তি শিক্ষা বিলোতে গিয়েই আতঙ্ক ছড়িয়েছে এ কারণে আমি ক্ষমাপ্রার্থী। বিদ্যালয়ের কোথাও এ ধরনের বাঘ বা অন্য কোন প্রাণীর উপদ্রব নেই। তিনি অভিভাবক ও গ্রামবাসীদের উদ্দেশ্যে আরও বলেন, আতঙ্কে না থেকে বোঝার চেষ্টা করতে ভিডিওটি এবং ছাত্র-ছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অনুরোধ জানান তিনি। আরও পড়ুন: আন্দামান ব্যাঙ্ক জালিয়াতিতে কলকাতা যোগ, ৩০০ কোটির প্রতারণা মামলায় তল্লাশি ইডির

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version