ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া সফরেও ভারতীয় দলে সুযোগ পেলেন ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। আর তাতেই ভারতীয় ক্রিকেট মহল জুড়ে হৈচৈ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল (India u-19)। সেখানেও এখন অটোমেটিক চয়েজ বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, এরপর বৈভব (Vaibhav Suryavanshi) যে এখন অনুর্ধ্ব-১৯ দলে নির্বাচকদের অন্যতম প্রধান পছন্দ তা বলার অপেক্ষা রাখে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ফর্ম্যাট থেকে টেস্টে, বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাট থেকে এসেছে বিরাট রানের ঝলক। এবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে জুনিয়র ভারতীয় দল। সেখানেও দলের ওপেনিং কম্বিনেশনে কোনওরকম বদল নয়। আয়ূশ মার্তের সঙ্গে বৈভব সূর্যবংশীর পার্টনারশিপটাকেই রেখেছেন নির্বাচকরা। আগামী দিনের জন্য যে এখন থেকেই এই জুটিকে ভারতীয় দল তৈরি করতে চাইছে তা বলার অপেক্ষা রাখে না।
এবারের আইপিএল থেকেই উত্থান বৈভব সূর্যবংশী। কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে সেখানে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। এরপর দেশের জার্সিতে ইংল্যান্ডের মাটিতে করেছেন একের পর এক নয়া রেকর্ড। সেই বৈভবকেই এবার দেখা যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। ইংল্যান্ডের চ্যালেঞ্জের কড়া জবাব দিয়েছেন এই কিশোর ক্রিকেটার। এবার অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ সামলানোর সুযোগ তাঁর সামনে। সেখানেও বৈভবের এই পারফরম্যান্সের ধারা অব্যহত থাকে কিনা সেটাই দেখার।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–